নিজস্ব
প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই দরবার শরীফের পীর
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামী দলগুলোর সমন্বয়ে পিআর
পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব আমরা দিয়েছি। বিশ্বের ৯১টি দেশে পিআর
পদ্ধতিতে ভোট হয়। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে কোন দল যদি এক শতাংশ ভোট
পায়, সে দলও তিনজন সংসদ সদস্য পাবে। সেখানে প্রতিটা ভোটারের মূল্যায়ন হয়।
সবাই একমত থাকলেও বিএনপি কিন্তুু এ পদ্ধতির সাথে একমত হচ্ছে না। তারা
(বিএনপি) এককভাবে ক্ষমতায় গিয়ে আবার ফ্যাসিস্ট হবে। বাস্তবতা আমরা এটাই
দেখিছি। পিআর পদ্ধতির জন্য জোড় দাবি জানাচ্ছি। সমমনা ইসলামী দলগুলোর মধ্যে
আশার আলো দেখছি।
সোমবার (৬ জানুয়ারি) কুমিল্লার পদুয়ার বাজার জামিয়া
কারিমিয়া কমপ্লেক্স প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলনের নগর সম্মেলন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে প্রধান
বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল
ইমরান হোসাইন নূর। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ, সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র
আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম মিয়াজী।
ইনসাফ
ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে
ইসলাম-ই কার্যকর পন্থা এ আহ্বানে নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যেমুফতি
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরো বলেন, আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো
হয়েছে, তার সবগুলোই ছিলো পাতানো। সরকারের গুরুত্বপূর্ণ পদে এখনো তাদের
নিয়োগ দেওয়া লোকজন বসে আছে। তাদের পরিবর্তন বা সংষ্কার ছাড়া তো নির্বাচনে
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। তবে এক যৌক্তিক সময়ের মধ্যেই এই
পরিবর্তনটা করা দরকার।
সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কুমিল্লা মহানগরের ২০২৫ সালের অংশিক কমিটির নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান
প্রধান অতিথি।
এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মুহাম্মদ ইয়াছিন মিয়াজী ও সাধারণ সম্পাদক হুসাইন আহমাদ শিহাব।