বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১
বিপিএলে বাউন্ডারি বড় করতে বললেন তামিম
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ০৮.০১.২০২৫ ১:৪৩ এএম |


 বিপিএলে বাউন্ডারি বড় করতে বললেন তামিম



এবারের বিপিএলে শুরু থেকেই রানের বন্যা। মিরপুরের শেরে বাংলায় রান না হওয়ার যে বদনাম ছিল, সেটাও এবার মুছে গেছে। আগে যেখানে ১৫০ এর বেশি রান হলেই জয়ের সম্ভাবনা ছিল বেশি, সেখানে এবার ২০০ রানও নিরাপদ নয়।
চলতি বিপিএলের উদ্বোধনী ম্যাচেই রানবন্যার ইঙ্গিত পাওয়া গেছে। দুর্বার রাজশাহীর ১৯৭ রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। ঢাকা পর্বের ৮ ম্যাচেই ২০০ রান উঠেছে তিনবার। এরমধ্যে বিপিএলে মিরপুরের উইকেটে সর্বোচ্চ রানের (২১৯) রেকর্ডও হয়েছে।
শেরে বাংলার মরা পিচ খ্যাত উইকেটে যেহেতু রান উঠেছে, সে বিবেচনায় সিলেটে রান উঠা স্বাভাবিক। অনুমিত ধারণার বাস্তব রূপের দেখা মিলেছে এই পর্বের প্রথম ম্যাচেই। সিলেট স্ট্রাইকার্সের ২০৫ রানের বিশাল সংগ্রহও সহজে টপকে গেছে রংপুর রাইডার্স। পরের ম্যাচেই রাজশাহীর বিপক্ষে ৪৮ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বরিশাল অধিনায়ক তামিম।
কিন্তু এবার এত রান কেন উঠছে? এক ভক্তের তোলা প্রশ্নের উত্তর দিয়েছেন আরেক ভক্ত। তারা বলছেন, বাউন্ডারি ছোট হওয়ার কারণেই চার-ছক্কা বেশি হচ্ছে। দর্শকদের বিনোদন দিতে বাউন্ডারি ছোট করে বোলারদের জন্য বিপিএলকে কঠিন করে দিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ এবারের বিপিএলে বোলারদের জন্য বেশি কিছু রাখা হয়নি।
গতকাল রোববার ম্যাচশেষে ভক্তদের সে কথার সমর্থনই দিয়েছেন তামিম। তিনিও মনে করেন, বাউন্ডারি ছোট হওয়ার কারণেই এবার রান বেশি হচ্ছে। ভক্তদের কথার বাইরে তামিমের ভাবনা, এবারের উইকেটও ভালো। বোলারদের জন্য কিছু রাখতে হলে এমন উইকেটে বাউন্ডারি বড় করার বিকল্প নেই।
তামিম বলেন, ‘মাঠ ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবে বাউন্ডারি বড় হোক, সেটা দেখতে চাই। আপনার কাছে যখন জায়গা আছে, তখন ৫৮-৬০ মিটার বাউন্ডারি কেন হবে, সেটা আমি জানি না। আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন, তখন তো বাউন্ডারি ৬৫-৭০ মিটারের বাউন্ডারি থাকে। এটা বোলারদের জন্য কিছু থাকে। কারণ, উইকেট অনেক ভালো।’
পিচ নিয়ে ক্রিকেটারদের অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার ভালো পিচে তৈরি করায় সন্তুষ্ট তারা। তামিমও ব্যতিক্রম নয়। এর জন্য পিচ কিউরেটরদের কৃতিত্ব দিয়েছেন তিনি।
তামিম বলেন, ‘কিউরেটরকে কৃতিত্ব দিতে হবে, তারা দারুণ উইকেট বানিয়েছে। উইকেট অনেক ভালো, বাউন্ডারি বাড়িয়ে দিন, যেহেতু জায়গা আছেই। এই মুহূর্তে বোলারদের জন্য কিছুই নেই। আশা করছি, কর্তৃপক্ষ আমার কথা শুনবে, বাউন্ডারি বাড়িয়ে দেবে। কারণ, আপনার কাছে জায়গা আছে।’














সর্বশেষ সংবাদ
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ
কুমিল্লা-৯ এলাকা ও ১২ আসন পুনর্বহাল চায় ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’
জনগণের নির্বাচিত প্রতিনিধিই রাষ্ট্র ক্ষমতার হকদার-ডা. তাহের
লালমাইয়ে বৌদ্ধ বিহারে চুরি
মিথিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যা
সৌদি আরবে সড়ক দর্ঘটনায় কুমিল্লার এক যুবক নিহত
কুমিল্লায় দেড়’ শ বোতল ফেন্সিডিলসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার
অর্ধলক্ষাধিক বইয়ের সমাহার কুমিল্লার গণগ্রন্থাগারে
আ.লীগের লিফলেট বিতরণের অভিযোগে ‘ছাত্রলীগ কর্মী’ আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২