কুমিল্লার
লালমাই উপজেলা জিয়া মঞ্চ এর কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। (২ জানুয়ারি)
বৃহস্প্রতিবার কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চ কমিটির আহবায়ক মোঃ আব্দুল
হান্নান ও সদস্য সচিব মোঃ জিলানী এর স্বাক্ষরিত পেডে হোসাইন সাদ্দামকে
আহবায়ক, মোশারফ হোসেনকে যুগ্ন আহবায়ক ও এরশাদ খানকে সাদস্য সচিব করে ৫৬
সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, আহবায়ক মো: হোসাইন
সাদ্দাম উপজেলা ছোট গোসাই পুস্করিণী গ্রামের মৃত মো: হাসানের ছেলে ও
মোশাররফ হোসেন উপজেলার ভুলইন গ্রামের মৃত আবদুল বারিক মজুমদারের ছেলে ও
সদস্য সচিব মোঃ এরশাদ খান উপজেলার ছোট চলুন্ডা গ্রামের আবদুল লতিফের ছেলে।