অন্তর্বর্তী সরকারের এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সাথে বৈঠক করেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। প্রবাসীদেও অধিকার আদায়ে সচেষ্ট ও বাংলাদেশে পথশিশুদেও কল্যাণে নিবেদিত বাংলাদেশ উন্নয়ন পরিষদ কিভাবে আরো ব্যাপক ও বিস্তৃত ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন। এ ব্যাপারে সরকারের সাথে কিভাবে সমন্বিত কার্যক্রম চালানো যায়- সে বিষয়ে আলাপ-আলোচনা হয়। এসময় আল-মামুন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ফরহাদ উদ্দিন উপস্থিত ছিলেন।