কুমিল্লার
লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনা মিয়া নামের এক মাটি ব্যবসায়ী ও
মাটি পরিবহনকারী সুমন নামের ড্রাইভারকে মোট দুই লাখ টাকা জরিমানা করা
হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার এহসান
মুরাদ রাত ১ টায় ভূলইন উত্তর ইউনিয়নের হাজতখোলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাটি
কাটার স্থানে একটি ভেকু মেশিন বিকল করে দেন। এসময় ভেকু চালক পালিয়ে
যায়।পরে রাত দুইটায় উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের বাংলাবাজার থেকে মাটি
বোঝাই ড্রাম ট্রাক উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসে। এতে ফসলি জমির মাটি কাটা ও
পরিবহন করায় বালুমাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় দুই লক্ষ টাকা
জরিমানা করেন। হাজতখোলা ও বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা
হয়। বুধবার ৮ জানুয়ারি দুপুরের দিকে আদলতের কাছে জরিমানার টাকা জমা দিয়ে
গাড়ি ছাড়িয়ে নেন ওই মাটি ব্যবসায়ী।
আদালত সূত্র জানান, উপজেলার বেলঘর
দক্ষিণ ইউনিয়নের নাটোপাড়া এলাকার মো. আনা মিয়া দীর্ঘদিন ধরে দিনে এবং রাতে
বাংলাবাজার, প্রেমনল,গৈয়ারভাঙ্গা এলাকায় ভেকু মেশিন আবার কোথাও কোদাল দিয়ে
ফসলি জমির মাটি কেটে বিক্রি করছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এহসান মুরাদ বলেন, ফসলি জমির মাটি ব্যবসায়ীদের
কোন ছাড় নেই 'জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।