শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১
কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ
১৫ জানুয়ারির মধ্যে গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১:৩৩ এএম আপডেট: ০৯.০১.২০২৫ ২:০৩ এএম |


১৫ জানুয়ারির মধ্যে গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবেনিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলন ও গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের স্বীকৃতিতে প্রদানে সরকারের আশ্বাসে আমরা পিছিয়ে এলেও - এখনো এই বিষয়ে কোন দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে দেখা যায়নি। সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে স্পষ্ট জানান দিতে চাই- ১৫ই জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে। 
বুধবার (৮ ডিসেম্বর) বিকালে কুমিল্লায় জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের সমর্থনে জনসংযোগকালে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  
হাসনাত আব্দুল্লাহ বলেন, ৩১ ডিসেম্বর আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে গিয়েছিলাম, সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে সকল ধরণের রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষনা করবে, আমরা আশ্বস্থ হয়ে ৩১ ডিসেম্বর ঘোষণা করেনি। আমরা রাজনৈতিক ঐক্যমতকে প্রাধান্য দিয়েছি, সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে আমরা ভরসা রেখেছি, আমরা সরকারকে খসরা দিয়েছি, কিন্তু এতদিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোন পদক্ষেপ দেখছি না। 
জুলাই আন্দোলনে যতগুলো পক্ষ অংশগ্রহন করেছে গত ১৬ বছরে যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রেখেছে তাদের এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তা দিতে চাই, আগামী ১৫ জানুয়ারির মধ্যে ‘প্রকলেমেশন অব জুলাই’ ঘোষণা করতে হবে এবং সেখানে অবশ্যই শহীদ ও আহতের স্বীকৃতি থাকতে হবে; '৪৭, '৭১ ও '২৪ এর ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে; একটি জাতি আওয়ামী জাহিলিয়াতি থেকে মুক্তি পেয়েছে- সে স্বীকৃতি থাকতে হবে; বিপ্লবে যেসকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছিল তাদের স্বীকৃতিও থাকতে হবে; জনগণের যে আকাঙ্খা ফ্যাসিবাদের রাজনীতির বিরুদ্ধে সে আকাক্সক্ষার প্রতিফলন থাকতে হবে। তিনি বলেন, আমরা সে লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছুটে যাব। যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে আমরা তাঁদের কাছে জানতে চাইব তাঁরা মূলত জুলাই ঘোষনাপত্রে কি দেখতে চায়। এর প্রেক্ষিতেই আমাদের ২৪ পরবর্তী বাংলাদেশ বির্নিমাণ হবে। যেখানে কোন ধরণের ফ্যাসিবাদ, বৈষম্য, কোন ধরণের দু:শাসন অপশাসন থাকবে না। 
এসময় কুমিল্লা জেলা ও মহানগর সহ বিভিন্ন উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা:
হাসিনার নির্ঘুমের কারণ ছিল এই কুমিল্লা, কুমিল্লা ফ্যাসিবাদের বিপক্ষে সব সময়ই একটি শক্তি হিসেবে আবিভূত হয়েছে, এই কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিধ্বনি সব সময় উচ্চারিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকালে কুমিল্লার কান্দিরপাড়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ । 
তিনি আরও বলেছেন, এই কুমিল্লা থেকেই ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকবে। ২৪ পরবর্তী সময়ে জনগণের যে আকাঙ্খা বাংলাদেশ বিনিমার্ণের যে স্বপ্নযাত্রা এই কুমিল্লা থেকে শুরু হবে। তিনি অন্ত:বর্তীকালীস সরকারের উদ্দেশ্যে বলেছেন, আমরা অন্ত:বর্তীকালীন সরকারকে আহবান জানাচ্ছি, আপনারা বিভিন্ন দোহাই দেন, যে সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজদের হাত পরিবর্তন হয়েছে। আপনাদেরকে এই দোহাই দেয়ার জন্য সরকারে বসানো হয়নি। আপনাদের কোন এক্সকিউজ দেয়ার জন্য এখানে আনা হয়নি, আমরা আপনাদের এখানে এনেছি পদক্ষেপ নেওয়ার জন্য, যে হাত
চাঁদাবাজী করবে, যে হাত টেন্ডারবাজি করবে সে হাত ভেঙে দিতে হবে। সুতরাং আপনরা যদি মনে করেন কোন এক্সকিউজ দিবেন , তা হবে না, কোন এক্সকিউজ দেয়ার সুযোগ আপনাদের নেই, আপনাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমরা ৫ আগষ্টের পূর্বে ফ্যাসিবাদের বিপক্ষে যেভাবে দৃঢ় অবস্থান রেখেছিলাম আমাদের সে অবস্থান পরবর্তী সময়েও অব্যহত থাকবে। 














সর্বশেষ সংবাদ
শহরজুড়ে ছিনতাই আতঙ্ক
পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭ ছিনতাইকারী
কুমিল্লা ক্লাবের নির্বাচনে ৩১ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন
গণ-আকাঙ্ক্ষা তুলে ধরতে মানুষের কাছে ছুটছি: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযান ও জরিমানা
১৫ জানুয়ারির মধ্যে গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে
কুমিল্লা মহানগর ৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি
সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে
কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২