শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১
সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১:৩৩ এএম আপডেট: ০৯.০১.২০২৫ ২:০৩ এএম |

সংসদের পাশাপাশি স্থানীয়  নির্বাচনেরও প্রস্তুতি চলছে
বাসস:অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাঁকে এ কথা জানান।
বাংলাদেশের পরবর্তী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্র্বতী সরকারের পরিকল্পনা সম্পর্কে ইআইবির ভাইস প্রেসিডেন্টকে বিস্তারিত জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নিকোলা বিয়ারকে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে।
অন্তর্র্বতী সরকার গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ইআইবি সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেন নিকোলা বিয়ার। প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, ‘সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার মতো প্রযুক্তিগত দক্ষতা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রয়েছে। আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময়ে এসেছি। আমরা অন্তর্র্বতী সরকার ও সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি।’
সংস্কার কার্যক্রমে সহায়তা প্রদানের প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ইউনূসকে নিকোলা বিয়ার বলেন, ‘আপনারা যা কিছু করতে চান, আমাদের জানান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু কাজ করছে না, তারা কার্যকর ফলাফল আসে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে, এটা প্রমাণ করা গুরুত্বপূর্ণ।’
বর্তমান সময়কে একটি উপযুক্ত সময় আখ্যায়িত করে অধ্যাপক ইউনূস দুর্নীতি মোকাবিলা, জ্বালানি ক্ষেত্রে সবুজ রূপান্তর এবং সুন্দরবন ও এর আশপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থাপনার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়নে ইআইবির সহায়তা চান।
চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রম আরও সহজ ও উত্তরাঞ্চলে পানি ব্যবস্থাপনার উন্নয়নে ইআইবির সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বৃহত্তম এই বন্দরের উন্নয়ন হলে ভারতের পূর্বাঞ্চল ও মিয়ানমারও উপকৃত হবে।
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বৈঠকে তাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে বাংলাদেশের আরও বেশি ঝোঁকার বিষয়ে সম্ভাব্য সহায়তার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। সাম্প্রতিক সময়ে ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাতে অনেক সহযোগিতার ক্ষেত্র নিয়ে তাঁর আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।













সর্বশেষ সংবাদ
শহরজুড়ে ছিনতাই আতঙ্ক
পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭ ছিনতাইকারী
কুমিল্লা ক্লাবের নির্বাচনে ৩১ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন
গণ-আকাঙ্ক্ষা তুলে ধরতে মানুষের কাছে ছুটছি: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযান ও জরিমানা
১৫ জানুয়ারির মধ্যে গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে
কুমিল্লা মহানগর ৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি
সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে
কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২