কুমিল্লার
মেঘনা উপজেলার তুলাতুলী তিন রাস্তার মোড় থেকে প্রাইমারি স্কুল মোড় হয়ে
বাজার পর্যন্ত রাস্তাটি বছরের পর বছর ধরে সংস্কারের অপেক্ষায় রয়েছে।
গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এলাকার শত শত মানুষের দৈনন্দিন চলাচলের প্রধান
মাধ্যম হলেও এর বেহাল অবস্থার কারণে নিত্যদিন ভোগান্তি পোহাতে হচ্ছে
স্থানীয়দের।
বিশেষ করে তিন রাস্তার মোড় থেকে ব্রিজ পার হয়ে তুলাতুলী
প্রাইমারি স্কুল মোড় পর্যন্ত অংশটি এখনও পাকাকরণ হয়নি। দীর্ঘ কয়েক বছর
পূর্বে ইট বিছানো হলেও বর্তমানে তা অনেক জায়গায় ভেঙে গেছে। এই পরিস্থিতিতে
রাস্তায় যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে অটোরিকশা ও সিএনজিচালিত
গাড়ি চালকরা এই পথে যেতে অনীহা প্রকাশ করেন।
তুলাতুলী এলাকার বাসিন্দা
মো. সোহেল রানা বলেন, আমাদের প্রতিদিন এই রাস্তা দিয়ে বাজারে যেতে হয়।
কিন্তু রাস্তাটি এতটাই খারাপ যে যানবাহন চলাচল করতে অনিহা প্রকাশ করে
চালকরা। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হয়, যা খুবই কষ্টকর। এছাড়াও এলাকার
বেশিরভাগ মানুষ তুলাতুলী বাজারে যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। কিন্তু
রাস্তার দুরবস্থার কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি আরও বলেন,
জরুরি প্রয়োজনে এই রাস্তায় ডেলিভারি রোগী বা যে কোনো রোগী পরিবহন করাও
প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই দুরবস্থা তাঁদের জীবনযাত্রায় মারাত্মক
প্রভাব ফেলছে বলে জানান তিনি।
অন্যদিকে স্থানীয়রা মনে করছেন, দ্রুত এই
রাস্তার সংস্কার হলে যাতায়াতের ভোগান্তি যেমন কমবে, তেমনি এলাকার
ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রায় গতি আসবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে
তাঁদের একটাই দাবি-শীঘ্রই এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার ও পাকাকরণের
কাজ শুরু হোক।
এ বিষয়ে মেঘনা উপজেলা প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ
জানান, “তুলাতুলী তিন রাস্তার মোড় থেকে বাজার পর্যন্ত রাস্তাটি ‘বৃহত্তর
কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামোথ শীর্ষক প্রকল্পের আসন্ন
চতুর্থ পর্যায়ের ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে
প্রাক্কলন পাঠিয়ে দ্রুত কাজ বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।।