বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন শুরু ১৬ জানুয়ারি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১২:৫৪ এএম আপডেট: ১১.০১.২০২৫ ২:০৯ এএম |

 মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের  এনআইডি নিবন্ধন শুরু ১৬ জানুয়ারি
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন এবং স্মার্ট কার্ড সেবা কার্যক্রম শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। হাইকমিশনে সরাসরি উপস্থিত হয়ে এই সেবা নেওয়া যাবে।
সম্প্রতি এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাইকমিশন। বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশিদের হাইকমিশন থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ডের কার্যক্রম ও সেবা দেওয়া হবে। আগামী ১৬ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ডের জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণসহ সব কার্যক্রম বাংলাদেশ হাইকশিন থেকে সরাসরি পরিচালিত হবে।
কুয়ালালামপুরে ৫বি এবং ৫সি (লট নং ৯ ও ১০), জালান সুলতান ইয়াহয়া পেত্রা, ৫৪১০০ ঠিকানায় অবস্থিত বাংলাদেশ হাইকশিন থেকে সরাসরি এসব সেবা নিতে পাবেন প্রবাসী বাংলাদেশিরা।
এনআইডি নিবন্ধন ও স্মার্ট কার্ড পেতে প্রবাসী বাংলাদেশিদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে, বাংলাদেশ সরকারের নির্ধারিত ওয়েবসাইট ংবৎারপবং.হরফ.িমড়া.নফ এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রবাসী নাগরিকদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সঠিক মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পরবর্তী সময়ে ওই মোবাইল নম্বরে ওটিপি এবং এনআইডি সম্পর্কিত প্রয়োজনীয় এসএমএস যাবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে আবেদনকারী তার সব তথ্য দিয়ে ফরম ডাউনলোড করবেন। এরপর ডাউনলোড করা ফরমসহ সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যেতে হবে।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য নাগরিকের প্রয়োজনীয় দলিলাদি/কাগজপত্র সঙ্গে রাখতে হবে। তার মধ্যে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম-২), মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট। পিতা-মাতার এনআইডি/মৃত্যু নিবন্ধন বা সনদ, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)। এছাড়া সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নিকাহনামা, স্বামী/স্ত্রীর এনআইডি (বিবাহিতদের), নাগরিক সনদ (মেয়র/কাউন্সিলর/চেয়ারম্যান/সিইও ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে) সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে ফি হিসেবে ৭৫ রিঙ্গিত (হিসাব নং-৫৬৪৪২৭৫৬০৮৭৮) জমাদানের স্লিপ জমা দিতে হবে।
সব প্রক্রিয়া শেষে নিবন্ধিত ব্যক্তি এনআইডি অনলাইন অ্যাকাউন্টে লগইন করে এনআইডি কার্ড ডাউনলোড এবং মুদ্রণ করে ব্যবহার করতে পারবেন।
প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশনের টেলিফোন নম্বর: ৬০৩-২৬০৪০৯৪৬ / ৪৮ / ৪৯ এবং ইমেইল: সরংংরড়হ.শঁধষধষঁসঢ়ঁৎ@সড়ভধ.মড়া.নফ -এ যোগাযোগ করতে বলা হয়েছে।













সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
অনার্সে জিপিএ-৪ পেয়ে বাজিমাত ভিক্টোরিয়ার সাদিয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২