কুমিল্লার লাকসামে বালুভর্তি একটি ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে মো. তাবারক উল্লাহ মালু (৩৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. মাসুদ (২৮)। আহত অপরজন হলেন, মো. মাসুকুর রহমান বাবু (২৭)। তাঁকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মধ্য রাতের দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম পৌর এলাকার ভৈষকোপালিয়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। লাকসাম রেলওয়ে জংশনের অদূরে পৌর এলাকার ভৈষকোপালিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. তাবারক উল্লাহ মালু এবং মো. মাসুদ (২৮) মারা যান। অপর
আরোহী মো. মাসুকুর রহমান বাবু গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত মাসুকুর রহমান বাবুকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করেন।
সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও ট্রাক দুটি যানবাহনই দ্রুতগতিতে ছিল। ফলে এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটিকে আটক করে রাখা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও জব্দ এবং আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।