বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১
আবারও ইউরোপীয় ক্লাবের দরজা খুলছে মেসির!
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ১:২৩ এএম আপডেট: ১২.০১.২০২৫ ২:৩৫ এএম |

 আবারও ইউরোপীয় ক্লাবের দরজা খুলছে মেসির!


ইউরোপের পাট চুকিয়ে আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দিয়েছেন ২০২৩ সালে। তখনই তাকে আবারও ইউরোপীয় ক্লাবে দেখার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়। মেসির সামনে সেই সুযোগ এনে দিতে যাচ্ছে মায়ামি। যে নিয়মে মৌসুমের মাঝপথে আর্জেন্টাইন মহাতারকা চাইলে ইউরোপ কিংবা স্বদেশি কোনো ক্লাবের হয়ে খেলতে পারবেন।
২০২৫ সালের অক্টোবরে শেষ হবে এমএলএসের চলতি মৌসুমের খেলা। ওই সময় পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে ফ্লোরিডার ক্লাবটির। এরপর মায়ামি নতুন করে তাকে প্রস্তাব করবে। সেই চুক্তিতেই এমএলএস–২০২৫ মৌসুম শেষে মেসির ইউরোপ কিংবা অন্য কোনো দেশি ক্লাবের হয়ে খেলার সুযোগ রাখা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 
মার্কা, এসবি ন্যাশনসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে– মেসির জন্য নতুন চুক্তির প্রস্তাব প্রায় প্রস্তুত। এমএলএসের মৌসুম ফেব্রুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। মেসির জন্য প্রস্তুত করা মায়ামির নতুন চুক্তিতে ডিসেম্বরের পর ইউরোপের কোনো ক্লাবে ধারে (লোন) গিয়ে খেলার সুযোগ রাখা হবে। এর পেছনে অবশ্য লাভটা আর্জেন্টিনারই। কারণ পরের বছর (২০২৬) রয়েছে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টটির জন্য যেন ফিট থাকতে পারেন তাইতো খেলার মধ্যে থাকার সুযোগ রাখা হচ্ছে মেসির সামনে।
তবে সেই চুক্তিতে মেসি যাবেন কি না সেটি তার ওপরই নির্ভর করছে। সুস্থ থাকলেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আসন্ন বিশ্বকাপ আসরেও মেসিকে যেকোনো মূল্যে পেতে চাইবে আলবিসেলেস্তেরাও। যেখানে অংশ নেওয়ার ইচ্ছার কথা তিনি পরোক্ষভাবে আগে থেকেই জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত মেসির সেই চুক্তি গ্রহণ এবং কোন ইউরোপীয় ক্লাব তিনি বেছে নেবেন সেটাই দেখার বিষয়।
 মেসি মায়ামির চুক্তি মানলে অবশ্য তিনিই প্রথম এমন ফুটবলার হবেন না, এর আগেও বেশ কয়েকজন এভাবে লোনে খেলতে গিয়েছিলেন এমএলএস থেকে। সাবেক ফরাসি তারকা থিয়েরি অরি নিউইয়র্ক রেড বুলস থেকে আর্সেনাল এবং ডেভিড বেকহ্যাম ও জ্লাতান ইব্রাহিমোভিচ এলএ গ্যালাক্সি থেকে লোনে এসি মিলানের হয়ে খেলতে গিয়েছিলেন।
প্রসঙ্গত, এমএলএসের নতুন মৌসুম শুরুর এখনও ঢের সময় বাকি। তার আগে আগামী শুক্রবার থেকে প্রাক-মৌসুম প্রস্তুতিতে নামছে ইন্টার মায়ামি। মূল প্রতিযোগিতা শুরুর আগে পাঁচটি প্রাক-মৌসুম ম্যাচ এবং এশিয়ার মাটিতে ২০২৪ সফরের বাকি থাকা কিছু ম্যাচ খেলতে যাবে ক্লাবটি। যেখানে মেসি-সুয়ারেজ কিংবা অন্য তারকা ফুটবলারদেরও দেখা যাবে।

















সর্বশেষ সংবাদ
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ
কুমিল্লা-৯ এলাকা ও ১২ আসন পুনর্বহাল চায় ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’
জনগণের নির্বাচিত প্রতিনিধিই রাষ্ট্র ক্ষমতার হকদার-ডা. তাহের
লালমাইয়ে বৌদ্ধ বিহারে চুরি
মিথিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যা
সৌদি আরবে সড়ক দর্ঘটনায় কুমিল্লার এক যুবক নিহত
কুমিল্লায় দেড়’ শ বোতল ফেন্সিডিলসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার
অর্ধলক্ষাধিক বইয়ের সমাহার কুমিল্লার গণগ্রন্থাগারে
আ.লীগের লিফলেট বিতরণের অভিযোগে ‘ছাত্রলীগ কর্মী’ আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২