কুমিল্লার
বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে
অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সূত্রে জানা
যায়, গতকাল শনিবার (১১জানুয়ারী) বিকেলে ইউনিয়ন জামায়াতের অফিসে ষোলনল
ইউনিয়ন জামায়াতে আমীর সার্জন্ট মো: হাবিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও
যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌস আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন
বুড়িচং উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক মো.অহিদুর রহমান।
প্রধান বক্তা ছিলেন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ
হান্নান।উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা.আব্দুল হান্নান আখন্দ, মাষ্টার
আশিকুর রহমান, আবু ছালেহ মো: ফাহাদসহ ষোলনল ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে
ইসলামীর ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মী। অনুষ্ঠান শেষে ইউনিয়নের অসহায় ও
শীতার্ত ৬০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।