বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
শুল্ক-কর বৃদ্ধি
যেসব পণ্য কেনায় গুনতে হবে বাড়তি টাকা
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ১:৪৮ এএম আপডেট: ১২.০১.২০২৫ ২:৩৪ এএম |

 যেসব পণ্য  কেনায় গুনতে  হবে বাড়তি  টাকা



শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়েছে সরকার। ফলে এসব পণ্য ও সেবা পেতে বাড়তি খরচ করতে হবে ক্রেতাকে। পণ্যভেদে আড়াই শতাংশ থেকে শুরু করে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক-কর বাড়ানো হয়েছে। বছরের শুরুতেই এ বাড়তি করের বোঝা প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনযাত্রায়।
একে তো উচ্চ মূল্যস্ফীতি, এর সঙ্গে বাড়তি কর যোগ হওয়ায় নিত্যপণ্যের দাম আরও বাড়বে। এতে মানুষের জীবনযাত্রা আরও কঠিন হবে। ফলে সরকারের এ পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। যদিও বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আদায় বাড়াতে সরকার শুল্ক-কর বাড়ানোর সহজ পথ বেছে নিয়েছে।
যেসব পণ্য ও সেবার শুল্ক-কর বাড়ানো হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি পণ্যের ভোক্তা প্রায় সবাই। ফলে এসব পণ্যের দাম বাড়লে নিম্নবিত্ত থেকে শুরু করে সবারই খরচ বেড়ে যায়। বাধ্য হয়েই স্বল্প আয়ের মানুষেরা অন্য কোনো পণ্যের খরচ কমিয়ে বা কাটছাঁট করে এ বাড়তি খরচ সমন্বয় করেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত তালিকায় দেখা যায়, দেশি-বিদেশি বিভিন্ন ফলের ওপর শুল্ক (ভ্যাট) বেড়েছে ১০ শতাংশ। ফলে ফল কিনতে খরচ বাড়বে। বিস্কুট ও কেকের শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ শতাংশ। ১০ শতাংশ বেড়েছে সস, আচার ও চাটনির শুল্ক। খরচ বাড়বে কাপড় পরিষ্কারে। ডিটারজেন্টের শুল্ক ২০ থেকে ৩০ শতাংশ এবং সাবানের ৪৫ থেকে ৬০ শতাংশ করা হয়েছে।
বাড়বে এলপি গ্যাসের দাম, শুল্ক বেড়েছে আড়াই শতাংশ। সব ধরনের টিস্যুর শুল্ক সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। স্তর অনুযায়ী সিগারেটের শুল্ক বেড়েছে ৭ শতাংশ পর্যন্ত।
বছরের শুরুতেই বাড়ছে ভ্রমণ খরচ। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানের টিকিটে শুল্ক বেড়েছে ২০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। ব্রডব্যান্ড ইন্টারনেটে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, ফলে বাড়বে ইন্টারনেট খরচ।
যারা নতুন নতুন খাবরের স্বাদ পেতে ঘন ঘন রেস্তোরাঁয় যান তাদের এখন চলতে হবে কিছুটা হিসাব কষে। কারণ, রেস্তোরাঁর শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ শতাংশ।
পোশাক কিনতেও গুনতে হবে বাড়তি টাকা। পোশাকের দোকানে ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ শতাংশ। নতুন কাপড় বানাতেও যোগ হলো বাড়তি খরচের বোঝা। টেইলারিং শপের শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
বেড়েছে মোবাইল ফোনে কথা বলার খরচ। এ খাতে শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে।
ফ্রিজ, এসি ও মোটরসাইকেলের উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর দ্বিগুণ করেছে সরকার। এর ফলে নতুন করে পণ্যগুলো কিনতে আগের চাইতে ৫ থেকে ৬ হাজার টাকা বেশি গুনতে হবে ক্রেতাদের।
শনিবার (১১ জানুয়ারি) সকালে মহাখালী কাঁচাবাজারে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আবিদ হোসেনের সঙ্গে। জাগো নিউজের কাছে তিনি অভিযোগ করে বলেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে করের বোঝা বাড়ানো হলো। কিন্তু বাস্তবতা হচ্ছে সিংহভাগ মানুষের বেতন বাড়েনি। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে যাবে।
রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হোসেন বলেন, বেশ কয়েকবছর ধরেই হোটেল-রেস্তোরাঁগুলো ধুঁকছে। তার ওপর উচ্চ মূল্যস্ফীতিতে রেস্তোরাঁর আয় কমে গেছে। নতুন করে রেস্তোরাঁয় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তক্রেতা ও বিক্রেতা উভয়কেই বিপদে ফেলবে। মানুষ ফুটপাতের অস্বাস্থ্যকর খাবারমুখী হবে। ভালো প্রতিষ্ঠানের ব্যবসা কমবে। অনেক মানুষ চাকরি হারাবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম বলেন, সরকার সাধারণ মানুষের ওপর পরোক্ষ কর বাড়িয়েছে। বিস্কুট, সাধারণ হোটেল, মোবাইল রিচার্জ, গ্যাসসহ অপরিহার্য পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। যা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে।
জানতে চাইলে অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক বলেন, সরকারের রাজস্ব আদায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা এর আগের সরকার ব্যাংকিং খাত থেকে অনেক বেশি ঋণ নিয়েছে। বিদেশ থেকে অনেক ঋণ নিয়েছে। এ বছর মূল্যস্ফীতির সঙ্গে আমাদের লড়াই করতে হবে। সরকার চাইলেই ব্যাংক থেকে বেশি ঋণ নিতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপাতে পারবে না। রাজস্ব আদায়ের কোনো বিকল্প নেই। মূল্যস্ফীতির মধ্যে এই করের হার কিছুটা অসুবিধা করবে। কিন্তু এর কোনো বিকল্প নেই।















সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
অনার্সে জিপিএ-৪ পেয়ে বাজিমাত ভিক্টোরিয়ার সাদিয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২