বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
কুমিল্লা ক্লাবের নির্বাচনে ৩১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ১:৪৮ এএম আপডেট: ১২.০১.২০২৫ ২:৩২ এএম |

 কুমিল্লা ক্লাবের নির্বাচনে ৩১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন

স্টাফ রিপোর্টার।। ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৭টি পদে ৩১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, সেই ৩১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলো আনন্দঘন পরিবেশ। কেউ কেউ প্রস্তাবক ও সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেউ আবার একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সবাই আনন্দমুখর আড্ডায় মেতে উঠেন এবং একে অপরের কাছে ভোট প্রত্যাশা করেন। অনেক দিন পর ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবে এমন দৃশ্য দেখা গেছে। গত বছর ৫ আগস্টে কুমিল্লা ক্লাবে হামলার ক্ষতের মধ্যেও ক্লাব সদস্যরা ছিলেন নির্ভার ।
কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৭টি পদের মধ্যে সহ সভাপতির ৩টি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার ও ৩১ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। 

কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম ও অন্য সদস্যরা ১৭টি পদের বিপরীতে ৩১জন মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করেছেন।
 কুমিল্লা ক্লাবের নির্বাচনে ৩১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন
এর মধ্যে সহ সভাপতির তিনটি পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-আলহাজ¦ অধ্যাপক ফারুক আহমেদ, মহিউদ্দিন আহমেদ, ডা. মো: আবদুল লতিফ, মো: আমিরুজ্জামান ভূইয়া, আলহাজ¦ মো: জসিম উদ্দিন, মো: জামাল খন্দকার ও কাজী এনামুল হক বাবুল। সাধারণ সম্পাদক পদে ২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আহমেদ শোয়েব সোহেল ও রইস আবদুর রব। সহ সাধারণ সম্পদক পদে মেহেদী হোসেন শাকিল, মো: মাহাবুব আলম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে এম এ তাহের, মো: আতিকুল ইসলাম, মো: হুমায়ূন কবির, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল হক, মো: মনিরুল ইসলাম বাচ্চু, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে ওমর ফারুক শাহীন ও তারিক ওবাইদুল্লাহ, সদস্য কল্যাণ সম্পাদক পদে মাহাবুব আলম বাবু ও মোহাম্মদ নাসির উদ্দিন (সুমন) এবং কার্যনির্বাহী সদস্যের ৮টি পদে মাহাবুবুর রশিদ (তুহিন), মোহাম্মদ জিয়াউল হক (লিটু), ডা. মো: সফিকুর রহমান, মো: রেজাউনুর রহমান রেজা, ডা. মো: রাসেল আহমেদ চৌধুরী, মো: মামুনুর রশিদ ভূইয়া, প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, মাসুদ আহমেদ, গোলাম ইউসুফ চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, ফোরকান উদ্দিন হেলাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 কুমিল্লা ক্লাবের নির্বাচনে ৩১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন
উল্লেখ্য, সুদীর্ঘ সময় একজনের কুক্ষিগত থাকার পর কুমিল্লা ক্লাবের এবারের নির্বাচন বেশ জমে উঠেছে। এর আগে বেশ কয়েকটি কমিটি একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতো ।













সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
অনার্সে জিপিএ-৪ পেয়ে বাজিমাত ভিক্টোরিয়ার সাদিয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২