বশিরুল
ইসলাম: কুমিল্লায় সিঙ্গার শো-রুমে বেকো পন্যের স্টোর উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে নগরীর ঝাউতলায় সিঙ্গার শোরুমে এ স্টোর উদ্বোধন করা হয়।
জানা
যায়, এখন থেকে সারাদেশের সকল সিঙ্গার শোরুমে সিঙ্গারের পাশাপাশি বেকো পন্য
পাওয়া যাবে। সারাদেশের ন্যায় কুমিল্লায় একযোগে চালু হলো বেকো পন্যের বেকো
স্টোর। ইউরোপের এক নম্বর বড় হোম এ্যাপ্লায়েন্স কোম্পানী বেকো কোম্পানী।
এটি স্বাস্থ্যকর জীবন ও স্বাস্থ্যকর পরিবেশের প্রতিশ্রুতি নিয়ে ১শ ৪০টি
দেশে পরিচালিত হচ্ছে। এই কোম্পানীর পন্যগুলো উদ্ভাবন, স্থায়িত্ব,
শ্রেষ্ঠত্বের শীর্ষ এবং সুনাম ধরে রেখেছে। গতকাল ১২ জানুয়ারী সোমবার
সারাদেশে একযোগে বেকো পন্য চালুর মাধ্যমে সাফল্যের যাত্রায় সামিল হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ
অধ্যাপক নুরুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সিঙ্গার বেকো কোম্পানির
সিএফও ইগিত এমরে সেনোলুর, এরিয়া ম্যানেজার রাজিব চৌধুরী, ডিস্ট্রিক্ট
ম্যানেজার মো: রায়হান আদনান, শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিন মিয়াজিসহ
সিঙ্গারের আঞ্চলিক ম্যানেজমেন্ট টীমের সকল সদস্য ও শাখা ব্যবস্থাপকবৃন্দ।