বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
এক মাসে ৭ খুন
আনিসুর রহমান
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১২:৪০ এএম আপডেট: ১৩.০১.২০২৫ ১:০৬ এএম |


এক মাসে ৭ খুন
কুমিল্লায় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ডিসেম্বরমাসে মামলা হয়েছে ২৫টি, এর আগে নভেম্বর মাসে মামলা হয় ১৮ টি। কুমিল্লা জেলা মাসিক আইনশৃঙ্খলাকমিটির সভায় অপরাধ বিবরণী থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনাবৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিসেম্বর মাসে কুমিল্লায় ৭টি খুন ও ৬টি ধর্ষণের ঘটনায় মামলাহয়েছে। জেলায় বিভিন্ন অপরাধে ডিসেম্বর মাসে মোট দায়ের করা হয়েছে ৩৯৯টি ।
রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়েরসম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত অপরাধ চিত্র থেকে এসব তথ্য জানা গেছে।কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে প্রশাসন ওআইনশৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্যগণ উপস্থিতছিলে।
 সভায় জানানো হয়, ডিসেম্বর মাসে কুমিল্লায় ৫৬টিঅগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরিবেশ দূষণরোধে ৭১টি অভিযানে ১০৬টি মামলায় ৭ লাখ ৭৮ হাজার৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনাকরে ৮টি প্রতিষ্ঠান নানান অভিযোগে বন্ধ করা হয়েছে। 
বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৫টি প্রতিষ্ঠানকে ৯৪ হাজার টাকা জরিমানা করে। এছাড়া ভোক্তাঅধিকার আইনে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ২৭টি অভিযান পরিচালনা করে ৪০টি মামলায় ১ লাখ ৪৫হাজার টাকা জরিমানা আদায় করে। পরিসংখ্যানে জানা গেছে, ডিসেম্বর মাসেকুমিল্লায় ১০টি সড়ক দুর্ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ১৩ জন। ডিসেম্বরমাসে মাদক দ্রব্য ও চোরাচালান বিরোধী এবং টাস্কফোর্সের অভিযানে জেলা টাস্কফোর্স ১৯টিঅভিযানে ৫ জন, পুলিশ ৮২২টি অভিযানে ১৪০ জন, বিজিবি ১৮৬১টি অভিযানে ৫ জন, র‌্যাবের ১৩অভিযানে ২৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ১৬০ টি অভিযানে ৪১ জনকে আটক করা হয়েছে।এছাড়া বন বিভাগ ১৩৪টি অভিযান পরিচালনা করে। ডিসেম্বর মাসে মাদক ও চোরাচালান সংক্রান্তমোট ১১৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ৮৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৯টি মোবাইল কোর্টে৩৩২টি মামলায় ৪৯ লাখ ৯৫ হাজার ৯৫০টাকা এবং নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিচুজমিতে বালু দিয় ভরাট, পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনাআইনে ৪৬টি অভিযানে ৩৮ মামলায় ৩০ লাখ ৯০হাজার টাকা জরিমানা।














সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
অনার্সে জিপিএ-৪ পেয়ে বাজিমাত ভিক্টোরিয়ার সাদিয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২