বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
প্রস্তুতি ম্যাচে ৪ ছক্কায় জুয়াইরিয়ার ফিফটি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১২:৫৭ এএম |



 
বিশ্বকাপ শুরুর আগে ব্যাটিং নিয়ে দুর্ভাবনায় কিছুটা স্বস্তি এনে দিলেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তাররা। আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচে দুজনের দারুণ ব্যাটিংয়ে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
কুয়ালা লামপুরে সোমবার অপরাজিত ফিফটি করেছেন জুয়াইরিয়া। সুমাইয়ার ব্যাট থেকে এসেছে ত্রিশছোঁয়া ইনিংস। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১২৫ রানের লক্ষ্য ৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে তারা।
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে শ্রীলঙ্কায় ৪ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যেখানে ২-২ এ ড্র হয়েছিল সিরিজ। ৯ দিনের মধ্যে পঞ্চম সাক্ষাতে জিতেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা। তবে রানের গতিও বাড়াতে পারেনি। উদ্বোধনী জুটিতে ৫৮ বলে আসে ৪২ রান। সানজানা কাভিন্দি ৩২ বলে ১৯ ও দাহামি সেনেথমা ২৮ বলে করেন ২০ রান।
চার নম্বরে নেমে ২১ বলে ২৯ রানের ইনিংস খেলেন হিরুনি কুমারি। পরে চতুর্থ উইকেটে মাত্র ২০ বলে ৪০ রান যোগ করেন মানুদি নানায়াক্কারা ও রাশমিকা সেওয়ান্দি। অধিনায়ক নানায়াক্কারা ২৬ বলে ৩১ ও রাশমিকা করেন ১৩ বলে ২১ রান।
বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন জান্নাতুল মাওয়া ও ফারজানা ইয়াসমিন। খরুচে বোলিং করেন এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা পেসার হাবিবা ইসলাম।
রান তাড়ায় শুরুতেই মোসাম্মত ঈভার উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যে আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়াও ড্রেসিং রুমে ফেরেন।
তৃতীয় উইকেটে ৪২ বলে ৪৯ রানের জুটি গড়েন জুয়াইরিয়া ও সুমাইয়া। ৪ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৩৪ রান করে আউট হন সুমাইয়া।
শেষ পর্যন্ত খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জুয়াইরিয়া। ২ চারের সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি। ৪২ বলে খেলেন ৫৫ রানের ইনিংস।
একই মাঠে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর শুরু হবে তাদের মূল পর্বের লড়াই।
আগামী শনিবার নেপালের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। পরে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১২৪/৩ (কাভিন্দি ১৯, সেনেথমা ২০, নানায়াক্কারা ২১*, হিরুনি ২৯, রাশমিকা ২২*; নিশিতা ৩-০-১০-০, ফাহমিদা ৩-০-১০-০, হাবিবা ৪-০-৩৩-০, আনিসা ৪-০-২০-০, জান্নাতুল ৪-০-৩০-১, ফারজানা ২-০-২০-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৩ ওভারে ১২৫/৬ (ফাহমিদা ১০, ঈভা ০, সুমাইয়া ৩৪, জুয়াইরিয়া ৫৫*, সাদিয়া ইসলাম ৩, জান্নাতুল ৯, সাদিয়া আক্তার ০, আফিয়া ১০*; রাশমিকা ৩.৩-০-২৫-১, হিরুনি ২-০-১২-০, প্রাবোদা ২-০-১০-০, থালাগুনে ১-০-১২-১, থিলাকারাত্নে ৪-০-২৫-০, গিমহানি ৪-০-৩১-২, নানায়াক্কারা ২-০-১০-১)















সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
অধ্যক্ষকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ
অনার্সে জিপিএ-৪ পেয়ে বাজিমাত ভিক্টোরিয়ার সাদিয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২