নতুন মৌসুমকে
সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্টার মায়ামি। তাদের নতুন কোচ
জাভিয়ের মাসচেরানোর তত্ত্বাবধানে স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি, ২০২৫)
অনুশীলন করে মেসি ও মায়ামির অন্যান্য খেলোয়াড়রা। তার আগে গেল ১১ জানুয়ারি
সব খেলোয়াড়ের মেডিক্যাল টেস্ট করা হয়।
মাসচেরানো বলেছেন, ‘‘আমরা শনিবার
মেডিক্যাল টেস্টের মাধ্যমে শুরু করি। এবং গতকাল থেকে অনুশীলন শুরু করেছি।
অনুভূতি খুব ভালো। আমরা আসলে খুশি যেভাবে খেলোয়াড়রা ছুটি কাটিয়ে দলে ফিরেছে
তাতে। আমি অবশ্য বেশ চুপচাপ মানুষ। কিন্তু অবশ্যই আমি ট্রেনিং সেশনে কঠোর
পরিশ্রম পছন্দ করি। আমি পছন্দ করি অনুশীলনে যেভাবে কঠোর পরিশ্রম ও
ইনটেনসিটি দেখানো হয় সেটা যেন খেলার মাঠেও বজায় থাকে। সাহসের সঙ্গে খেলে।’’
মৌসুম
শুরুর আগে উত্তর, দক্ষিণ ও সেন্ট্রাল আমেরিকায় বেশ কয়েকটি প্রাক-মৌসুম
ম্যাচ খেলবে মায়ামি। ১৮ জানুয়ারি লাস ভেগাসে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রথম
ম্যাচ খেলবে তারা।
গেল মৌসুমে মেজর লিগ সকারের প্লে’অফ থেকে বিদায়
নিয়েছিল মায়ামি। এবার নতুন কোচের তত্ত্বাবধানে কতোদূর যেতে পারে মেসি ও তার
দল সেটাই দেখার বিষয়।