বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১
অস্ট্রেলিয়ান ওপেন
তৃতীয় রাউন্ডে জোকোভিচ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১২:৪৬ এএম আপডেট: ১৬.০১.২০২৫ ২:১৬ এএম |

 তৃতীয় রাউন্ডে জোকোভিচ

 
টেনিস ইতিহাসের নোভাক জোকোভিচের চেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক শিরোপা নেই আর কারও। ২৪ বারের সেই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন আজ অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নেমেই গড়েছেন আরেকটি রেকর্ডও। গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারের ৪৩০তম একক ম্যাচটি খেলতে নেমে সার্বিয়ান তারকা কেড়েছেন রজার ফেদেরারের আরেকটি রেকর্ড।
রেকর্ডের সেই ম্যাচে রড লেভার অ্যারেনায় পর্তুগালের জাইমে ফারিয়াকে ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন জোকোভিচ। তৃতীয় রাউন্ডে উঠেছেন কোয়ার্টার ফাইনালে জোকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ কার্লোস আলকারাজও। জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে গুঁড়িয়ে দিয়ে ৬-০, ৬-১, ৬-৪ গেমে জিতেছে টেনিসের ভবিষ্যৎ। 
গ্র্যান্ড স্লামে খেলা জোকোভিচের একক ম্যাচ। ৪২৯ ম্যাচ খেলা ফেদেরারকে পেছনে ফেলেছেন জোকোভিচ। এ ছাড়া ৪০০–র বেশি ম্যাচ খেলেছেন শুধু সেরেনা উইলিয়ামস (৪২৩)।
গ্র্যান্ড স্লামে ম্যাচের সংখ্যায় ফেদেরারকে পেছনে ফেলার ম্যাচে প্রথম সেটটি সহজে জিতলেও দ্বিতীয় সেটটা দুর্দান্ত খেলে জিতে নেন বাছাইপর্বে পেরিয়ে আসা ফারিয়া। তবে পরের দুই সেটে আর ৩৭ বছর বয়সী জোকোভিচের কাছে পাত্তা পাননি পর্তুগিজ খেলোয়াড়। 
নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া জোকোভিচ তৃতীয় রাউন্ডে খেলবেন ২৬তম বাছাই চেক খেলোয়াড় তমাস মাখাচের বিপক্ষে। 
টানা ১৭তম বার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠার পর জোকোভিচ কথা বলেছেন রেকর্ড নিয়ে। নিজেকে সৌভাগ্যবান হিসেবেই বর্ণনা করলেন অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন, ‘আমি এই খেলাটিকে ভালোবাসি, আমি ভালোবাসি প্রতিদ্বন্দ্বিতাও। যখনই খেলতে নামি চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। গ্র্যান্ড স্লামে খেলে সেটিও তো ২০ বছরের বেশি হয়ে গেল। হারি কিংবা জিতি, আমি কোর্টে হৃদয় নিংড়েই খেলি। আরেকটি রেকর্ড গড়তে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’ 
জোকোভিচের জয়ের আগেই মার্গারেট কোর্ট অ্যারেনায় নিশিওকাকে গুঁড়িয়ে দেন চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন আলকারাজ। ৮১ মিনিটের মধ্যেই সরাসরি সেটে পাওয়া সেই জয়ের পর আলকারাজ প্রচ্ছন্ন হুমকিও দিয়ে প্রতিদ্বন্দ্বীদের, ‘মনে হচ্ছে আজকে নিখুঁত টেনিস খেলেছি। প্রথম ম্যাচের পর যে বিষয়গুলোতে উন্নতির দরকার ছিল আজ তা করতে পেরেছি। আজকের খেলা নিয়ে আমি সত্যি সত্যিই খুব খুশি। তিন সেটেই খুব সত্যিকারের উঁচু মানের টেনিস খেললাম। আশা করছি এভাবেই চালিয়ে যেতে পারব।’
জোকোভিচ-আলকারাজের জয়ের দিনে মেয়েদের বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাও জয় পেয়েছেন। রড লেভার অ্যারেনায় স্পেনের বোউজাস মোনেইরোকে ৬-৩, ৭৫- গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। তৃতীয় রাউন্ডে উঠেছেন চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও। জাপানি তারকা ১-৬, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছে চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুখোভাকে।












সর্বশেষ সংবাদ
অর্ধলক্ষাধিক বইয়ের সমাহার কুমিল্লার গণগ্রন্থাগারে
চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ফোন নাম্বার হ্যাক
জামায়াত নেতা মাহবুবর রহমানের মায়ের ইন্তেকাল
ব্রাহ্মণপাড়ায় বিজিবি অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার এক যুবক নিহত
কুমিল্লায় একদিনে তিন লাশ উদ্ধার
যুবদল নেতা তৌহিদুল ইসলাম স্মরণে শোক সভা
কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না
চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২