নারী
উদ্যোক্তাদের পণ্য নিয়ে কুমিল্লার দেবিদ্বারে শুরু হয়েছে ‘নারী উদ্যোক্তা
মেলা ২০২৫’। ১৫ ও ১৬ জানুয়ারি দুই দিনব্যাপী এই আয়োজন করে দেবিদ্বার উপজেলা
প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা পরিষদ মাঠে এই মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা।
মেলায়
নারীদের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে ১১টি স্টল বসানো
হয়েছে। স্টলগুলোতে বিভিন্ন প্রসাধনী, পোশাকসহ ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র
দিয়ে সজ্জিত করা হয়েছে। মেলায় ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মেলায়
আগত কলেজছাত্রী, তাবাসুম, মনিরা, আয়েশা আক্তার জানায়, মেলার আয়োজনে আমরা
খুব আনন্দিত। বান্ধবীরা মিলে দেখতে এসেছি। কিছু চুড়ি কিনেছি। এমন একটি
মেলার আয়োজন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ।
মেলা ঘুরে দেখা গেছে,
বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাটের তৈরি
পণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম,
দেশীয় পিঠা, ঘরোয়া খাবার, কেকসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও
বিক্রি করা হচ্ছে।
মেলায় নারী উদ্যোগতা মিতু ফ্যাশান কর্ণার মিতু জানান,
স্টলে উন্নত ও টেকসই মানের ডিজাইনের নারীদের থ্রি পিস, টুপিস, শাল, চাদর
বিভিন্ন কসমেটিক পন্য রয়েছে। ক্রেতারা আসছে কিনে স্বাচ্ছোন্দবোধ করছেন।
নারী
উদ্যোগতা সূচনা হাসান মীম জানান, নারীরা এখন পিছিয়ে নেই, তারা পুরুষের
পাশাপাশি নিজেকেও কর্মক্ষম হিসেবে গড়ে তুলছে। আজকে মেলায় আমার একটি স্টল
রয়েছে। স্কুল ও কলেজ ছাত্রীরা আমার ক্রেতা। তারা বেশি আসছে।
উপজেলা
নির্বাহী অফিসার ইউএনও নিগার সুলতানা বলেন, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন
অধিদপ্তরের উদ্যোগে দুইদিন ব্যাপী নারী উদ্যোগতা মেলা শুরু হয়েছে। এখানে
স্থানীয় নারী উদ্যোগতারা অংশ নিয়েছে। বাংলাদেশে তৈরি পণ্যের প্রচার ও
প্রসারে দুই দিনব্যাপী এই প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়েছে।