কুমিল্লার
লাকসাম পৌর শহরের রাজঘাটে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার নতুন ভবনের
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী ও এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) এতিমখানার সহ-সভাপতি জাহিদুল মাওলা চৌধুরী
হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাকসাম
ব্যবসায়ী সমিতির আহবায়ক ও এতিমখানার সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ
মজির আহমদ।
দৌলতগঞ্জ এতিমখানার সুপার বাকি বিল্লাহর পরিচালনায় মতবিনিময়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এতিমখানার সেক্রেটারি রফিকুল ইসলাম, পৌর বিএনপির
যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিলন, মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান, কোষাধ্যক্ষ
আবদুর রাজ্জাক বাচ্চু, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলী আক্কাস,
ব্যবসায়ী আবু ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, ব্যবসায়ী আবু ইউসুফ,
সাংবাদিক মোঃ আবুল কালাম, প্রবাসী ব্যবসায়ী হুমায়ুন কবির জামান, বিএনপি
নেতা আব্দুর রশিদ, বেলায়েত হোসেন, আব্দুল হক, আব্দুর রহমান, ডাক্তার বেলাল
হোসেন, আবুল কাশেম, হেদায়েত উল্লাহ, নুরুল ইসলাম, যুবনেতা আবুল বাশার,
ছাত্রনেতা মহিন উদ্দিন, আবু সায়েদ মজুমদার, আজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এতিমখানা পরিচালনা কমিটির সদস্য কাজী
মো. শাহ আলম, মোঃ আবুল খায়ের, ব্যবসায়ী আব্দুল্লাহ আল বাকী খালেদ, মইনুল
হোসেন চৌধুরী হেলাল, মহিলা এতিমখানার খাদেম আবু সায়েদ হেলালি।
নতুন
ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন
নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল
কাদির। এ সময় লাকসামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃহত্তর
কুমিল্লার একমাত্র এ মহিলা এতিমখানায় নগদ অর্থ ও ২৬ শতক জমিসহ প্রায় ২০
কোটি টাকা মূল্যের সম্পদ এতিমদের কল্যানে দান করায় ওই গ্রামের বিশিষ্ট
ব্যক্তিত্ব এ. কে. রিয়াজুল করিমকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের
অতিথিবৃন্দ। এসময় তারা মহিলা এতিমখানার উন্নয়নে এলাকাবাসী ও বিত্তবানদের
এগিয়ে আসার আহবান জানান।
কর্মকর্তারা জানান, বর্তমানে এ আবাসিক মহিলা
এতিমখানায় ৮০ শিক্ষার্থী পড়াশোনা করেন। ১১ জন শিক্ষক পাঠদানসহ সার্বিক
তদারক করছেন। এজন্য মাসে ২ লাখ টাকা খরচ হয়। তাছাড়া শিক্ষার্থীদের দেশের
বিভিন্ন পর্যটন কেন্দ্রে বিনোদন ও শিক্ষা সফরের আয়োজন করা হয়। বিবাহযোগ্য
কয়েকজন মহিলা এতিমকে সুপাত্রের নিকট বিয়ের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে
এতিমখানার শিক্ষার্থীদের পরিবেশিত সুমধুর কন্ঠের পবিত্র কোরআন তেলাওয়াত,
হামদে বারী তায়ালা, নাতে রাসুল স., কোরাস, দলীয় ও একক ইসলামী সংগীত
শ্রোতাদের মুগ্ধ করে।