হোমনা
প্রতিনিধি: কুমিল্লার হোমনায় তারণ্যের উৎসব ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি
সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা ও গ্রামীণ
পিঠা উৎসব শুরু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) বেলা ১টার দিকে উপজেলা
প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ফিতা ও কেক কেটে, বেলুন উড়িয়ে এ
মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
ক্ষেমালিকা চাকমা।
অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা আহাম্মেদ
মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ উল ইসলাম, উপজেলা প্রকৌশলী
মো মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম,
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ওয়াসিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
কানিজ আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুম পারভীন লুনা, উপজেলা
পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি
আবদুল হক সরকার, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, সহকারি সমাজসেবা
কর্মকর্তা মো. রইস উদ্দিন, সাংবাদিক মো. কামাল হোসেনসহ ছাত্র সমন্বয়ক ও
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিজ্ঞান শিক্ষকগণ এ সময় উপস্থিত
ছিলেন।
বিজ্ঞান মেলায় ১৪ টি ও উদ্যোক্তা মেলায় ১৬ টি মোট ৩০ টি স্টল অংশগ্রহণ করেন।