নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় বহিরাগতদের নিয়ে অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে
শারীরিকভাবে লাঞ্ছিত ঘটনায় মানববন্ধন করেছে কুমিল্লা সিটি কলেজের শিক্ষক ও
শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে নগরীর কোটবাড়ি গন্ধমতি এলাকায়
কুমিল্লা সিটি কলেজের নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির প্রাক্তন অধ্যক্ষ
ইফতেখার আলম ভুইয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে থাকা শিক্ষক শিক্ষার্থীদের দাবি ইফতার আলম ভুইয়া জামায়াত ইসলামীর নেতা।
তবে,
‘কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ কে কলেজ থেকে বের করে দিল জামায়াত নেতা’
শিরোনামে বেশ কিছু জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের
প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমির কাজী
দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মু. মাহবুবুর রহমান। প্রতিবাদে তারা বলেন,
সিটি কলেজে একটি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই ঘটনাটি ঘটেছে। এ ঘটনার সাথে
জামায়াতে ইসলামের রাজনৈতিক কোন সম্পৃক্ততা নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্যে
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে জামায়াতকে টেনে আনা দূরভিসন্ধীমূলক।
মহানগর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামারুজ্জামান সোহেলের পাঠানো এক প্রতিবাদে এই বক্তব্য দেন।
এদিকে
সিটি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী এবং শিক্ষকরা বলেন,
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি, রূপসী বাংলা
কলেজ সমিতির, সভাপতি ও এমপিও ভূক্ত আবিদপুর কলেজের সহকারী অধ্যাপক, মোঃ
ইফতেখার আলম ভূঁইয়া ও তার ভাই এডভোকেট মোঃ কাউসার আলম ভূঁইয়াসহ দলীয় কর্মী
নিয়ে কুমিল্লা সিটি কলেজের, অধ্যক্ষ মোঃ নাদিমুল হাসান চৌধুরী কে অকথ্য
ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করায় তীব্র নিন্দা জানায় শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত,
গত সোমবার কুমিল্লার কোটবাড়িতে সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান
চৌধুরীকে তার কার্যালয়ে থেকে লাঞ্ছিত করে বের করে দেন কলেজটির সাবেক
অধ্যক্ষ ইফতেখার আলম ভুইয়াসহ আরো অনেকে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা তৈরি হয়।