কুমিল্লার
লালমাইয়ে দিনদুপুরে এক ব্রনাই প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা
প্রবাসীর ঘরের তালা কেটে স্টিলের আলমারিতে থাকা নগদ ৬২ হাজার টাকা, একটি
মোবাইল সেট ও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে যায়।
বুধবার (১৫
জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর (পশ্চিম পাড়া)
গ্রামের আবুল কাশেম এর ছেলে ব্রুনাই প্রবাসী মনির হোসেনের ঘরে এই ঘটনা ঘটে।
ঘটনার
সময় বাড়িতে কেউ ছিল না। প্রবাসীর পরিবারের সদস্যরা বুধবার সকালে ঘরে তালা
লাগিয়ে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। বিকেলে ফিরে এসে দেখে ঘরের
গেইটের তালা কাটা। ঘরের স্টিলের আলমারি ভাঙ্গা। আলমারিতে থাকা নগদ টাকা ও
মোবাইল সেট নেই।
নিরাপত্তা নিয়ে ক্ষোভ জানিয়ে প্রবাসী মনির হোসেন বলেন,
আমার মাসহ পরিবারের সদস্যরা সকালে ঘরে তালা লাগিয়ে ছিলোনিয়ায় আত্মীয়ের
বাড়িতে যায়। বিকেলে ফিরে এসে দেখে সবকিছু ভাঙ্গা। আলমারিতে থাকা নগদ ৬২
হাজার টাকা, একটি মোবাইল সেট, একটি স্বর্ণের আংটিসহ গুরুত্বপূর্ন অনেক কিছু
নেই।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম বলেন,
চুরির বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া
হবে।