দুই প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও পিটার জেমস বাটলারের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এক
বিবৃতিতে বৃহস্পতিবার বাফুফে জানিয়েছে, জাতীয় পুরুষ ফুটবল দলের ডাগআউটে
কাবরেরা থাকবেন ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। জাতীয় নারী ফুটবল দলের কোচ
হিসেবে পিটার দায়িত্ব পালন করবেন আরও দুই বছর, অর্থাৎ ২০২৬ সালের ডিসেম্বর।
২০২২
সালে দায়িত্ব নেওয়ার পর কয়েক দফায় চুক্তি বাড়িয়ে থেকে যান কাবরেরা। ৪০ বছর
বয়সী এই কোচের সঙ্গে বাফুফের সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর।
নতুন
চুক্তি অনুযায়ী, ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচ
পর্যন্ত বাংলাদেশের ডাগআউটে থাকবেন কাবরেরা। আগামী মার্চে ভারতের বিপক্ষে
ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইয়ে নিজেদের
শেষ ম্যাচ কাবরেরার দল খেলবে ২০২৬ সালের ৩১ মার্চ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের
আরেক প্রতিপক্ষ হংকং।
এই স্প্যানিশ কোচের হাত ধরে গত সাফ চ্যাম্পিয়নশিপে ১৪ বছর পর সেমি-ফাইনাল খেলেছিল বাংলাদেশ।
২০২৩
সালে পিটার দায়িত্ব নেন বাফুফের এলিট একাডেমির। গত সেপ্টেম্বরে উইমেন’স
সাফ চ্যাম্পিয়নশিপের ছয় মাস আগে তার কাঁধে ওঠে নারী ফুটবল দলের ভার। এই
ইংলিশ কোচের হাত ধরে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাবিনা-মারিয়ারা
সাফের মুকুট ধরে রাখে।