কুমিল্লার
হোমনায় ফসলি জমি থেকে ভেক্যু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সাইফুল
ইসলাম নামে একজনকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলার
চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে ১৬জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে এ
জরিমানা করেন, ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের।
সূত্রে জানা যায়, হোমনা উপজেলার
চান্দেরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার একটি ফসলি জমি থেকে প্রশাসনের
অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কেটে নিচ্ছিলেন ভূমি খেকুরা। এমন সংবাদের
ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌছে অভিযোগের সত্যতা
পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং অনুমতি ছাড়া মাটি কাটার দায়ে
চান্দেরচর গ্রামের সাইফুল ইসলাম নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় হোমনা থানার পুলিশ প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ
বিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের সাংবাদিকদের বলেন, অনুমতি ছাড়া কোনো
ফসলি জমির মাটি কাটা যাবে না। অবৈধভাবে প্রচলিত আইনের বাহিরে জমি থেকে মাটি
কাটার অভিযোগে সাইফুল নামের একজনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন
অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।