আজ
অধুনা থিয়েটারের পালানাট্যের কর্মশালার উদ্বোধন করা হবে। সকাল ৯টায় জেলা
পরিষদ পুরাতন ভবনে দু'দিন ব্যাপী এ পালানাট্যের অভিনয় পদ্ধতি ও নির্মান
কৌশল বিষয়ে কর্মশালা হবে। বিশিষ্ট পালাকার সায?িক সিদ্দিকী এ কর্মশালা
পরিচালনা করবেন। কর্মশালার মিডিয়া পার্টনার কুমিল্লার কাগজ।
প্রারম্ভিক
প?্বে অতিথি থাকবেন সংস্কৃতি জন ও সমাজ সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,
জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান, স্বাগত বক্তব্য
রাখবেন শরিফা বেগম, সভাপতিত্ব করবেন অধুনা থিয়েটার কুমিল্লার সভাপতি ডা.
মুজিব রহমান।
সমাপনী প?্ব অতিথি থাকবেন কবি ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ,
সংস্কৃতিক সংগঠক অধ্যক্ষ হাসান ইমাম ফটিক, সঞ্চালনায় তানিম আহমেদ। সঞ্চালনা
তানিম আহমেদ।
অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা এড. শহিদুল হক স্বপন বলেন,
পালানাট্যের কর্মশালায় অর্ধশতাধিক নাট্যকর্মী অংশ গ্রহণ করবেন। নতুনত্ব
নিয়ে কুমিল্লায় ভালো নাটক উপহার দিবে।
প্রসঙ্গত, ১৯৯১ সালের ২৭ জানুয়ারি ‘গ্রামই আমাদের গর্বিত ঐতিহ্য’ এ স্লোগানে কুমিল্লা নগরীর রাজাপাড়া গ্রাম থেকে পথচলা শুরু।