কুমিল্লার
লালমাইয়ে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে ফারজানা আক্তার (২৫) নামে এক
গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত
রাত অনুমান ১.৩০টায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের
স্বামীর বসতঘর থেকে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফারজানা
ওই গ্রামের সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী এবং একই উপজেলার ভুলইন
দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়ার মাখু মিয়ার মেয়ে। দাম্পত্য জীবনে তাদের
ফাহিম (৭) ও ফারহান (৪) নামে দুই ছেলে রয়েছে।
নিহতের মা খোরশেদা বেগম
বলেন, প্রায় ৮ বছর আগে পারিবারিকভাবে রফিকুল ইসলামের সাথে আমার মেয়ের বিয়ে
হয়। জামাই সৌদিআরব চলে যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে আমার মেয়ে শ্বশুর বাড়িতে
বসবাস করে আসছিল। সম্প্রতি জমি ক্রয়ের জন্য জামাই স্বর্ণালংকার বিক্রি করতে
চাপ দিলে আমার মেয়ে রাজি হয়নি। এই নিয়ে তাদের মধ্যে কিছুদিন ধরে
মনোমালিন্য চলছিল। এর জেরে বুধবার রাতে আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
করেছে বলে জানতে পেরেছি।
লালমাই থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন,
খবর পেয়ে রাতেই আমি প্রবাসীর বাড়িতে যাই। প্রবাসীর বসত ঘর থেকে নারীর
ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
মর্গে প্রেরণ করি। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল।
লালমাই থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম বলেন, প্রবাসীর স্ত্রীর মরদেহ
উদ্ধারের ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা রুজু করেছেন।
ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে স্বামী-স্ত্রীর
মধ্যে দ্বন্ধ রয়েছে বলে শুনেছি।