শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
৫ মাঘ ১৪৩১
যুবদল নেতা আশরাফুজ্জামান পিয়ালের ইন্তেকাল
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১:২৩ এএম আপডেট: ১৭.০১.২০২৫ ১:৪৯ এএম |

 যুবদল নেতা  আশরাফুজ্জামান পিয়ালের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার বাসিন্দা, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান পিয়াল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। 

কুমিল্লা জিলা স্কুল এসএসসি ’৮৯ ব্যাচের শিক্ষার্থী পিয়ালের মৃত্যুতে বন্ধু মহল, রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের শোকের ছায়া নেমে আসে।

 যুবদল নেতা  আশরাফুজ্জামান পিয়ালের ইন্তেকাল
এদিন বাদ মাগরিব পুলিশ লাইন্স জামে মসজিদ প্রাঙ্গণে আশরাফুজ্জামান পিয়ালের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পিয়ালের বাল্যবন্ধু দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী আসিফ আকবর,  কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 
এদিকে আশরাফুজ্জামান পিয়ালের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক তার বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ নেতৃবৃন্দ।
অপরদিকে বাল্যবন্ধু পিয়ালের মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে সঙ্গীত শিল্পী আসিফ আকবর। তিনি লিখেছেন- ‘কুমিল্লা জিলা স্কুল ৮৯ ব?্যাচ এর প্রিয় বন্ধু আশরাফুজ্জামান পিয়াল হার্ট অ?্যাটাকে আজ ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিয়াল আমাদের প্রয়াত শিক্ষক আবদুস সাত্তার স?্যারের সন্তান।’
‘আমাদের বন্ধুমহলে সবচেয়ে হাসিখুশী রসিক মানুষ ছিল পিয়াল। গতকাল রাতেও তার সাথে কথা বলেছি। আজ তাকে দাফন করতে হবে। এটাই নিয়তি। যতদিন বেঁচে থাকবো তাকে একমূহুর্তের জন?্য ভুলতে পারবো না। বন্ধু পিয়ালের আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ তার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন।’














সর্বশেষ সংবাদ
কবির শিকদার গ্রেফতার
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে আটক ২ মোঃ
রাস্তার বালু নিয়ে খেলার ‘অপরাধে’ শিশুকে ডোবায় ফেলে দিলেন শিক্ষক!
লালমাই ইয়াবা ‘হোম ডেলিভারি’ দিতে এসে বিক্রেতা আটক
ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তারাই এখন পালিয়ে গেছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুই মামলায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে কারাগারে প্রেরণ
যুবদল নেতা আশরাফুজ্জামান পিয়ালের ইন্তেকাল
কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ----মনিরুল হক চৌধুরী
লালমাইয়ে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার
কবির শিকদার গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২