কুমিল্লার
লালমাই উপজেলার উৎসব পদুয়ায় মাওলানা আবদুল করিম ফাউন্ডেশন এর উদ্যোগে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার ১৮ জানুয়ারি সকালে পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।
ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভের উদ্দেশ্যে গঠিত সামাজিক সংগঠনটি এলাকায় দ্বীনি শিক্ষা প্রসারে মেধা বিকাশে ভূমিকা রাখতে চায়।
বিশিষ্ট
ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রেক্স ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক
আলহাজ্ব মো : কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
সংগঠনের সভাপতি মো: হুজ্জাতুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক এড. মো:
বেলাল হোসেনের সার্বিক তত্বাবধানে ও এড. আরিফুর রহমান শাহীন এবং মাওলানা
কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
নাঙ্গলকোট কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: আবদুল কাদের,
ফয়েজগঞ্জ ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: মহিব উল্যাহ,
অধ্যক্ষ আবদুল কাইয়ুম, অধ্যাপক মাওলানা আবদুল কাহ্হার, প্রভাষক জাহাঙ্গীর
আলম প্রমুখ।
এসময় মো: মাজহারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির
শরীফ, রুবেল হোসেন, রবিউল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও
শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে
আলহাজ্ব মো : কোরবান আলী বলেন, আপনারা জানেন দুই মেয়ে হারিয়ে আমি মানুষিক
ভাবে বিপর্যস্ত, আজ এসেছি দোয়া নিতে। আপনারা আমার জন্য আমার মেয়েদের জন্য
দোয়া করবেন। এই ফাউন্ডেশনের মরহুম মাওলানা আব্দুল করিম ফয়েজগঞ্জ মাদ্রাসার
একজন শিক্ষক ছিলেন। ভালো মানুষ, দ্বীনি শিক্ষা প্রসারে তিনি কাজ করেছেন।
তিনি আরও বলেন, গতানুগতিক অনুষ্ঠান না করে একটু ব্যতিক্রম কিছু করতে হবে।
বহু সংগঠন সৃষ্টি হয় কদিন পর তা হারিয়ে যায় সেরকম যেন না হয়। অপচয় না করে
গঠনমূলক কিছু করে শিক্ষা প্রসারে ভূমিকা রাখার পরামর্শ দেন।