কুমিল্লার
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তিন মহিলা চোরকে আটক করে
পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (১৮ জানুয়ারি) হাসপাতালের
বহিঃবিভাগ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার
নাছিরনগর উপজেলার চকবাজার ইউপির চরমন্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা
(৩০), একই গ্রামের আক্কাছ মিয়ার মেয়ে দিলুরা বেগম (৩৫) ও ছোয়াব আলীর মেয়ে
তাহমিনা আক্তার (২২)।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার রায়কোট দক্ষিণ
ইউপির রফিকুল ইসলামের স্ত্রী রাহেনা আক্তার তার অসুস্থ স্বামীকে শনিবার
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে ডাক্তার দেখানোর জন্য আসেন।
তিনি বহিঃবিভাগের টিকেট কেটে ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ান। এ সময়
হুট করে তার সামনে ও পিছনে তিন নারী গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানের দুল
ধরে টান দেয়। সে টের পেয়ে চিৎকার করিলে আশেপাশের লোকজন এসে তাদের আটক করে
পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের তানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী
রাহেনা আক্তার বলেন, সকালে তার স্বামীকে ডাক্তার দেখানোর জন্য লাইনে
দাঁড়ালে তিন মহিলা তার গলার চেইন ও কানের দুল ধরে টান দেয়। পরে সে চিৎকার
করলে লোকজন এসে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
জানা যায়, নাঙ্গলকোট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার এবং রোগীদের স্বজনদের কাছ থেকে গত তিন
মাসে অন্তত ১৫টি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে
পড়ে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, চোর সন্দেহে
তাদের আটক করা হয়। রবিবার (১৯ জানুয়ারি) আদালতের মাধ্যমে কুমিল্লা জেল
হাজতে পাঠানো হবে।