মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫
৮ মাঘ ১৪৩১
কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:৪১ এএম আপডেট: ১৯.০১.২০২৫ ২:১৬ এএম |

 কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত  করতে সেনাবাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এস.এ, আর.এম. শাহাদাৎ হোসেন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাতের নেতৃত্বে এই দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।এতে সহযোগিতা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন জানান, জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো ও দোকানের মালামাল এবং রাস্তা দখল করে গেইট করে রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে
এদিকে সেনাবাহিনী কুমিল্লা সদর ক্যাম্প ২৩ বীরের পক্ষ থেকে জানানো হয়েছে-আদর্শ সদরে শনিবার সকালে ২৩ বীরের নেতৃত্বে একটি সফল অভিযানে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে নির্মিত বাঁশের গেট অপসারণ করা হয়েছে। সকাল ১০ টায় শুরু হওয়া এই যৌথ অভিযানে বিভিন্ন সমাবেশ এবং বিভিন্ন রাজনৈতিক সমর্থকদের দ্বারা তৈরি বাঁশের গেট অপসারণ করা হয়।
কিছুদিন ধরে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে এ ধরনের গেট নির্মাণ করা হয়, যা সড়ক সংকুচিত করে ট্রাফিক জ্যামের সৃষ্টি করছিল এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছিল।
২৩ বীরের টহল দল নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশন এবং পুলিশ বিভাগের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। অভিযানের পাশাপাশি তারা শহরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করছে।
২৩ বীরের এই উদ্যোগ কুমিল্লা শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি জনগণের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে এবং শহরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ২৩ বীরের সফলতার আরও একটি উদাহরণ হয়ে থাকবে।















সর্বশেষ সংবাদ
আলী ইমাম মজুমদার ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন
অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো যুক্তরাষ্ট্র
এবার সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা
কুমিল্লায় বাড়বে দুই লাখ ৩৮ হাজার নতুন ভোটার
মেডিকেল ভর্তিতে কোটা বাতিল করে পুনরায় ফলপ্রকাশের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দুই হোটেল ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা
কুমিল্লা নগরীতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উচ্ছেদ অভিযান
কুমিল্লা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম
সামনের নির্বাচন এত সহজ নয়, ‘বড়াই করলে’ পস্তাতে হবে
বুড়িচংয়ে প্রবাসী পরিবারের উপর সন্ত্রাসী হামলা; থানায় অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২