মুলতানের
স্পিন বান্ধব উইকেটে নোমান-আবরার-সাজিদ খান ত্রয়ীর ঘূর্ণি বিষে নীল হলো
ওয়েস্ট ইন্ডিজ। মাত্র তিন দিনেই টেস্ট জিতে নিলো স্বাগতিক পাকিস্তান। জয়ের
জন্য ২৫১ রান তাড়া করতে নামা ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানেই
গুটিয়ে গেছে। পাকিস্তান ম্যাচ জিতে নিলো ১২৭ রানের বড় ব্যবধানে।
দীর্ঘ
১৮ বছর পর পাকিস্তান সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজের
প্রথমটিতে মুলতানের স্পিন স্বর্গে দাপট দেখালেন স্বাগতিক স্পিনত্রয়ী।
পাকিস্তানের মাটিতে ফল হওয়া সংক্ষিপ্ততম টেস্টের নজিরও হলো। মুলতানে সব
মিলিয়ে ১০৬৪ বল খেলা হয়েছে।
এ ছাড়া চার ইনিংস মিলিয়ে রান উঠেছে মোটে
৬৪৭। যা এশিয়ায় পুরুষদের টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বনিম্ন রানের নজির,
যেখানে সবকটি তথা ৪০ উইকেটের পতন হয়েছিল।
মুলতানে টস জিতে প্রথমে ব্যাট
করতে নেমে সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানদের ফিফটির পরও ২৩০ রানের বেশি
করতে পারেনি পাকিস্তান। ১৫৭ বলে ৬ চারের মারে ৮৪ রান করেছিলেন শাকিল। ১৩৩
বলে ৯ চারের মারে ৭১ রান করেছিলেন রিজওয়ান। জবাবে খেলতে নেমে আরও বিপদে পড়ে
সফরকারী উইন্ডিজরা।
ক্রেইগ ব্র্যাথওয়েটের ১১ রান ছাড়া প্রথম সাত
ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। টেলএন্ডারদের কল্যানে
শেষ পর্যন্ত একশ’র গণ্ডি পেরোয় সফরকারীরা। তাদের ইনিংস থেমেছিল মাত্র ১৩৭
রানে। সাজিদ খানের সঙ্গে নোমান আলীর ঘূর্ণিতে টিকতেই পারেনি সফরকারী। নোমান
আলী শিকার করেছিলেন ৫ উইকেট। এ ছাড়া সাজিদ তুলে নেন ৪ উইকেট।
৯৩ রানে
এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে
পাকিস্তান। অধিনায়ক শান মাসুদের ৭০ বলে ৫২ রানের ইনিংসে ভর করে ১৫৭ রান করে
তারা। স্বাগতিকদের ৪৬.৪ ওভারের মধ্যে গুটিয়ে দেয়ার নায়ক ক্যারিবীয় স্পিনার
ওয়ারিক্যান। একাই তুলে নেন ৭ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে চিত্রটা
বদলাতে পারেনি ক্যারিবীয়রাও। এবার সাজিদের সঙ্গে যোগ দিলেন আবরার। এই দুই
স্পিনার যেন হুল ফোটালেন ক্যারিবীয় ব্যাটিং অর্ডারে। সাজিদ খানের ৫ উইকেটের
পাশাপাশি আবরারের ঝুলিতে গেছে ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ
৫৫ রান করেন অ্যালিক অ্যাথানাজ।
সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টও মুলতানেই হবে। ম্যাচটি শুরু হবে আগামী ২৫ জানুয়ারি।