চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে মোবাইল পয়েন্ট এন্ড সার্ভিসিং
সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। রোববার ভোর সাড়ে পাঁচটায় থানা থেকে মাত্র ২’শ
গজের মধ্যে চুরি হওয়ায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সংঘবদ্ধ চোরচক্র
কলাপসিবল গেইট ও সাটারের চারটি তালা কেটে নগদ টাকা ও মূল্যবান মালামাল
নিয়ে যায়।
সরেজমিন পরিদর্শনকালে দোকান মালিক পৌর এলাকার চান্দিশকরা
গ্রামের মাসুদুর রহমান বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে বাজারের এনআরবিসি
ব্যাংকের বিপরীতে জুলু মিয়ার মার্কেটের নিচতলায় আমার মালিকাধীন মোবাইল
পয়েন্ট এন্ড সার্ভিসিং সেন্টার বন্ধ করে বাড়িতে যাই। রোববার সকাল ৯টায়
বাজারে এসে দেখি, দোকানে প্রবেশের সব তালা ভাঙ্গা। পরে সিসিটিভিতে দেখা
যায়, সংঘবদ্ধ চোরচক্র মুখোশ পড়ে ভোর ৫টা ৩৫মিনিটের সময় দোকানের ভিতরে
প্রবেশ করে। এ সময় তারা নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও দোকানে থাকা বিভিন্ন
কোম্পানীর ৫০ হাজার টাকা মূল্যের রিচার্জ কার্ড, দোকানের আসবাবপত্র ভেঙে
মূল্যবান মালামাল নিয়ে যায়। খবর পেয়ে আশ-পাশের ব্যবসায়ী, পথচারী ও সচেতন
মহল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে চৌদ্দগ্রাম থানা থেকে ২’শ গজের মধ্যেই
মোবাইল দোকানে চুরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
ব্যবসায়ীদের
অভিযোগ, দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটি না থাকায় বাজারে
চুরি বেড়েছে। এক্ষেত্রে উপজেলা, থানা প্রশাসন ও সচেতন ব্যবসায়ীবৃন্দ উদ্যোগ
নিয়ে বাজার কমিটি গঠন করে নাইট গার্ডের ব্যবস্থা করলে চুরিসহ অনেক অপরাধ
কমে যাবে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত মোঃ আবদুল্লাহ রোববার
বিকেল চারটায় বলেন, ‘এই মাত্র বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত
জানাবো’।