নিজস্ব
প্রতিবেদক।। অস্বাস্থ্যকর ও বাসি মুখরোচক খাবার বিক্রির অভিযোগে কুমিল্লার
শাসনগাছা ও রেলস্টেশন এলাকায় দুই হোটেল ব্যবসায়ীকে ৬০ হাজার জরিমানা করেছে
টাস্কফোর্স। রবিবার বিকেলে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের
সহকারী পরিচালক কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান,
কুমিল্লার শাসনগাছা এবং রেলস্টেশন মোড় এলাকায় অস্বাস্থ্যক অর্থাৎ বাসি
গ্রিল, চিকেন চাপ, চিকেন মাসালা সংরক্ষণ ও পরিবেশন করায় ভাই ভাই কাবাব হাউস
এবং আপ্যায়ন হোটেল ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান
শেষে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি থেকে সরে আসার জন্য সতর্ক করা হয়।
কুমিল্লার
জেলার টাস্কফোর্স অভিযানে ভোক্তা অধিদপ্তর ছাড়াও অভিযানে সহযোগিতায় ছিলেন,
ছাত্র প্রতিনিধি হানজালা ইকরাম এবং পুলিশ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন
কর্মকর্তা।