গতকাল
১৯ জানুয়ারি সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কুমিল্লা জেলার বিভিন্ন
ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সুসজ্জিত অভিবাদন
মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।
মাষ্টার প্যারেডে
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার
সার্কেল) মোঃ শাহিন।এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার
ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস)
মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি
প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের
দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত
পুলিশ সুপার (ডিএসবি) আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর
সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল)
মোঃ কামরান হোসেনসহ জেলা পুলিশের সকল সার্কেল স্যারগণ ও ঊর্ধ্বতন
কর্মকর্তাগণ।