সীমান্তবর্তী
বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা টেবলেটসহ এক নারী মাদক কারবারিকে
গ্রেপ্তার করে সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন। গতকাল ২০ জানুয়ারি সকালে
দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার
কসবা উপজেলাধীন গোসাইপুর নামক স্থান হতে ৩,৬৭০ পিস ইয়াবাসহ নারী মাদক
চোরাকারবারী মোছাঃ রুনা বেগম (৩৭), স্বামী-মৃত মোঃ রোসেন আলী, গ্রাম-ধজনগর,
পোষ্ট-বিষ্ণউড়ী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদকসহ আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।