কুমিল্লায় বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে র্যাব। ২০
জানুয়ারী রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধর্মপুর দৌলবাড়ি এলাকায় অভিযান
চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এসময় একজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার
করা হয়েছে।
জানা যায়, র্যাব কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে ৯শ ৭৫ বোতল
ফেন্সিডিলসহ সাইফুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া মো: সাইফকুল ইসলাম জেলার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের
ধনু মিয়ার পুত্র। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে
মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক
ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাবের মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অর্র্র্র্র্ভিযান
পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান
অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা
হয়েছে।
এ বিষয়ে র্যাবের উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান
জানান,
র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের
গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস
নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। র্যাব জঙ্গি, অস্ত্রধারী
সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারে নিয়মিত
অভিযান পরিচালনা করে আসছে।