বশিরুল ইসলাম:
কুমিল্লা
১৫৮টি মামলায় ২৬৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত ১ বছরে (
২০২৪ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর ) অভিযান চালিয়ে এসব গ্রেফতার ও
মামলা করা হয়।
জানা যায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, অস্ত্রধারী
সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারে নিয়মিত
অভিযান পরিচালনা করে । ২০২৪ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এক
বছরে মাদক বিরোধীসহ নানা বিষয়ে অভিযান করে র্যাব ৪জন অস্ত্রধারী
সন্ত্রাসী, ১৫জন চাঞ্চল্যকর অপরাধী, ৯জন ডাকাত, ৪জন কিশোর গ্যাং, ১৪জন
মৃত্যুদন্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, ২৮জন চাঁদাবাজসহ ৪৭৬জনকে
গ্রেফতার করেছে। এদের মধ্য থেকে ১৫৮টি মামলায় ২৬৪জন মাদক ব্যবসায়ীকে আদালতে
প্রেরণ করা হয়েছে। এসময় ২টি বিদেশী পিস্তল, ২টি এলজি ও বিপুল পরিমান
গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনায় গত এক বছরে র্যাব ৩হাজার ৩শ ৭৭
কেজি গাঁজা, ৫হাজার ৯শ ৯৭ বোতল ফেন্সিডিল, ৭৩হাজার ৮শ ৯৮ পিস ইয়াবা, ৭শ ৭৭
বোতল বিদেশী মদ, ৩৪ হাজার ৮শ ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিভিন্ন ধরণের
মাদকদ্রব্য উদ্ধার করেছে।
র্যাবের উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক
লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের
বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক
উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের
আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। ২০২৪
সালে বিভিন্ন অভিযানে মাদক ব্যবাসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মৃত্যুদন্ড ও
সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে। এদেরকে আইনের হাতে সোপর্দ করা
হয়েছে এবং বিপুল পরিমান মাদকসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক বিরোধী
অর্ভিযানসহ নানা বিষয়ে র্যাবের অর্ভিযান অব্যাহত থাকবে।