কুমিল্লা প্রতিনিধি:
অনুমোদনহীন
কসমেটিক্স, প্রসাধনী এবং শিশু খাদ্য বিক্রির অভিযোগে কুমিল্লা নগরীতে টপ
টেন মার্ট ও হোমস্টপ নামের দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক
কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফার নেতৃত্বে এ অভিযান
পরিচালিত হয়। এসময় সহযোগিতায় ছিলো কুমিল্লা বিএসটিআই।
বিএসটিআই
কুমিল্লার উপ-পরিচালক কে. এম হানিফ বলেন, কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ
রানিরবাজার সড়কে অবস্থিত হোমস্টপ নামে একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের
লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই বিভিন্ন আমদানিকৃত খাদ্য পণ্য বিক্রয় ও বিতরণ
করার অপরাধে ২৫ অর্থদণ্ড করা হয়েছে।
অপর দিকে, নগরীর কান্দিরপাড়-লাকসাম
রোড এলাকায় টপ টেন মার্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে বিএসটিআই হতে
পণ্যের মান যাচাই পূর্বক গুণগতমান সনদ ও ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, ফেসওয়াশসহ
বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রয়-বিতরণ করার অপরাধে ২৫ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ,আরিফ উদ্দিন প্রিয়সহ পুলিশ সদস্যরা।