কুমিল্লা প্রতিনিধি:
মেডিকেল
ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিল করে পুনরায় ফলপ্রকাশের দাবিতে কুমিল্লায়
বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এই বিক্ষোভ ও
মানববন্ধন করে তারা। এসময় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলন ও জাতীয় নাগরি কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে
বক্তারা দাবি করেন, সব ধরনের চাকরি ও স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয়ভর্তি
পরীক্ষা কোটা প্রথা বাতিল করতে হবে। শুধুমাত্র প্রতিবন্ধী ও উপজাতি কোটা
রাখা যাবে। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে
আবারো বৈষম্যমূলক ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে কেউ ৪১ নম্বর পেয়ে কোটা
ব্যবহার করে মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, আর কেউ ৭০ এর বেশি নম্বর
পেয়েও সুযোগ পায় না - তা হতে পারে না বলে দাবি জানান তারা।
বক্তারা
বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। কিন্তু
এই অন্তর্র্বতীকালীন সরকার সেই বিপ্লবকে ধারণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ
হয়েছে। মেডিকেলের ভর্তি পরীক্ষায় যে ৭৬ নম্বর পেয়েছে তার চান্স হয়নি,
কিন্তু কোটার কারণে ৪০ নম্বর পেয়েও অনেকের চান্স হয়েছে। যে কোটার জন্য আমরা
জীবন দিয়েছি সে কোটা কেন আবারো ফিরে এসেছে।
মানবন্ধনে জাতীয় নাগরিক
কমিটির সদস্য হাফসা জাহান, কোনভাবেই কোন সেক্টরেই কোটা মেনে নেয়া হবে না।
সকলকেই এই বিষয়ে আবারো সোচ্চার হতে হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
কুমিল্লা জেলা সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান বলেন, বৈষম্যমূলক কোটা
বাদ দিয়ে তিনদিনের মধ্যে মেডিকেলের ফল পুণঃ প্রকাশ করতে হবে।
বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান বলেন, আমরা আশা
করেছিলাম স্বৈরাচারী হাসিনা পালনের পরে আর কোন বৈষম্যমূলক কোন কোটা থাকবে
না। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে সেই বৈষম্য আবার দেখা গেল। সরকার
যদি তিন দিনের মধ্যে এই ফলাফল বাতিল করে পুনরায় ফল প্রকাশ না করা হয় তাহলে
আমরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হব।