কষ্টের
জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলেকজান্ডার
জেভেরেভ। আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচে হাড্ডাহাড্ডি
লড়াই শেষে তিনি আমেরিকার টমি পলকে হারিয়েছেন ৭-৬ (৭-১), ৭-৬ (৭-০), ২-৬ ও
৬-১ ব্যবধানে। এটা ছিল ২৭ বছর বয়সী জেভেরেভের টানা সপ্তম জয়।
ম্যাচ
শেষে তিনি বলেছেন, ‘‘আমি দুই সেটে পিছিয়ে পড়েছিলাম। কারণ, সে আমার চেয়ে
ভালো খেলছিল। আমি ভালো খেলছিলাম না। চতুর্থ সেটটি ছিল আমার খেলা সেরা।
আবারও সেমিফাইনালে উঠতে পেরে আমি খুশি।’’
জেভেরেভ এর আগে ২০২০ ও ২০২৪
সালে মেলবোর্ন পার্কে সেমিফাইনালে উঠেছিলেন। এবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে
তিনি হয় দশবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ অথবা কার্লোস আলকারাজের মুখোমুখি
হবেন। যার কাছে তিনি গেল বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন। এই
ম্যাচটা হবে জেভেরেভের ক্যারিয়ারের নবম গ্র্যান্ডস্লাম সেমিফাইনাল। যা খেলা
চালিয়ে যাওয়া খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ, যারা এখনও কোনো শিরোপা জিততে
পারেননি।