শ্রীলঙ্কায় আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপ চলছে। যেখানে অংশগ্রহণ করছে বাংলাদেশ। একক বিভাগে বাংলাদেশি প্রতিযোগীদের মধ্যে একমাত্র কাব্য গায়েন সেমিফাইনালে উঠেছেন।
শ্রীলঙ্কায় বালক এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের কাব্য গায়েন ৩-৬, ৬-৩, ৬-২ গেমে প্রতিপক্ষ স্বাগতিক পেইরিস পাত্তিয়াজকে পরাজিত করে সেমিফাইনালে উঠেন। বালক এককের অপর কোয়ার্টার ফাইনালে বাঙলাদেশের মো. আকাশ হোসেন ৩-৬, ৩-৬ গেমে পাকিস্তানের মুহাম্মদ সায়ানের বিপক্ষে এবং বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের জান্নাত হাওলাদার ৩-৬, ১-৬ গেমে শ্রীলঙ্কার আনায়া জোয়ানির কাছে হেরেছেন।
কাব্য গায়েন বাংলাদেশ টেনিসে তরুণ উদীয়মান তারকা। তিনি বিকেএসপির টেনিস শিক্ষার্থী। জাতীয় জুনিয়র পর্যায়ে তার শ্রেষ্ঠত্ব রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও বিচরণ রয়েছে কাব্যের।