কুমিল্লার
দেবিদ্বারে কৃষি জমির উর্বর মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন
করেছে গ্রামবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মরিচাকান্দা
মসজিদ মার্কেট এলাকায় ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোর্শেদ আলম মাছুম ভূইঁয়া।
বক্তব্যে তিনি বলেন, মরিচাকান্দা গ্রামের সেকান্দর আলী ভূঁইয়ার ছেলে সাবেক
সেনা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন ভূঁইয়া মরিচাকান্দা গ্রামের কৃষি জমির
মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন।তাকে সহযোগিতা করছেন একই এলাকার
জয়নাল আবেদীন (জনু ভূঁইয়া)। ফসলি জমির মাটি কাটায় পাশর্^বর্তী মালিকের জমির
অংশ ভেঙে ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে। এছাড়াও আমার নিজের জমির উপর দিয়ে
রাস্তা তৈরী করে মাটি বহন করায় ট্রাক্টরের চাকায় জমি নষ্ট হচ্ছে। আমি
উপজেলা প্রশাসনের বরাবর আবেদন করলেও কোন লাভ হয়নি। পরে অভিযুক্ত মো. মোসলেম
উদ্দিন ভূঁইয়া ও মো. জয়নাল আবেদীন (জনু ভূইয়া) বিরুদ্ধে কুমিল্লা ৪নং
জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। মামলা দায়েরের পর স্থানীয়
সেনা ক্যাম্পে আমাকে বার বার ডাকাসহ নানাভাবে হুমকির মুখে পড়ছি। এতে আমি
নিরাপত্তাহীনতায় ভোগছি। তাই আমরা গ্রামবাসী এর প্রতিকার চাই। মানববন্ধনে
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শরীফ হেসেন ভূইঁয়া, নাসির উদ্দিন ভূইয়া,
রাসেল কারার, মো.আবু ইউছুফ, হাসান খানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ ব্যাপারে
অভিযুক্ত মো. মোসলেম উদ্দিন ভূঁইয়া মুঠোফোনে বলেন, আমি জমির মালিক, জয়নাল
আবেদীন ভূঁইয়ার এখানে কোন সম্পৃক্ততা নেই। এই বলে তিনি লাইন কেটে দেন।
মামলা
তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল
ইসলাম বলেন, মো. মোসলেম উদ্দিন ভূইয়া তাঁর নিজ জমির মাটি কেটে খনন করার
কারণে প্রতিবেশীদের জমি ক্ষতির হওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে, মামলাটি
এখনও তদন্তাধীন রয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.
রায়হানুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে মাটি কাটা অবস্থায় ২টি
ট্রাক্টর জব্ধ এবং কৃষি জমির মাটিকাটায় নিষেধ করি। পরবর্তীতে নিষেধাজ্ঞা
অমান্য করে আবারও মাটি কাটা হয়। এ্যাডভোকেট মোর্শেদ আলম মাছুম ভূঁইয়া নামে
এক ব্যক্তি আদালতে মামলা করার খবর জানতে পেরেছি।