নিজস্ব
প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে
ভর্তি হয়েছেন ৪৬ জন। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ডেঙ্গুবিষয়ক নিয়মিত
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায়
(গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ভর্তিদের মধ্যে
বরিশালে ৫, চট্টগ্রামে ৬, ঢাকা বিভাগে ৬, ঢাকা উত্তরে ১, ঢাকা দক্ষিণে ৯,
খুলনায় ১, ময়মনহিংহে ৩ ও রাজশাহীতে ১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে
ছাড়পত্র পেয়েছেন ৫২ জন।
২০২৪ সালে দেশে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যুর খবর
নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১
লাখ ১ হাজার ২১৪ জন।