কুমিল্লার
চান্দিনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট। আগামী
২৯ জানুয়ারি চান্দিনা রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল খেলা শুরু
হতে যাচ্ছে। এতে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার ৩২টি দল অংশ নেবে বলে
আয়োজকরা জানিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের
সভাকক্ষে আনুষ্ঠিনভাবে লটারির মাধ্যমে প্রথম রাউন্ডে অনুষ্ঠিতব্য খেলার
প্রতীদ্বন্দীতাকারী দল নির্বচিত করা হয়। লটারি উদ্বোধন করেন প্রধান অতিথি-
রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন সভাপতি, এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী
বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ
ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক প্রভাষক রুহুল আমিন ভূইয়া বলেন- আগামী
২৯ জানুয়ারি উদ্বোধন অনুষ্ঠান এবং উদ্বোধনী খেলা চান্দিনা রেদোয়ান আহমেদ
কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ১৬টি
খেলা, দ্বিতীয় রাউন্ডে ৮টি, কোয়ার্টার ফাইনালে ৪টি, সেমিফাইনালে ২টি খেলা
এবং সর্বশেষ ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান,
চ্যাম্পিয়ন দলকে ২ভরি ওজনের স্বর্ণের কাপ এবং রানারআপ দলকে ১ ভরি স্বর্ণের
কাপ পুরস্কার দেওয়া হবে। ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) খেলার ফিক্সচার ঘোষণা
করা হবে। অংশগ্রহণকারী দলগুলোকে ফিক্সচার প্রেরণ করা হবে।
লটারি ড্র
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি রেজোয়ানা আহ্মেদ, ফাউন্ডেশনের নির্বাহী
সদস্য মিসেস মমতাজ আহমেদ, কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, শহীদ জিয়াউর
রহমান কলেজ অধ্যক্ষ মো. আবু তাহের, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ
সম্পাদক রাজীব আহম্মেদ ভূইয়া, পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ
আহমেদ জাকি, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন
সাক্কু, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।