বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫
১০ মাঘ ১৪৩১
কুমিল্লার নামে বিভাগ, রেলপথ ও বিমান বন্দর চালুর দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১:১৯ এএম আপডেট: ২৩.০১.২০২৫ ১:৪৬ এএম |



 কুমিল্লার নামে বিভাগ, রেলপথ  ও বিমান বন্দর চালুর দাবিতে  স্মারকলিপি ও মানববন্ধনগতকাল ২২ জানুয়ারি বুধবার  কুমিল্লা নামে বিভাগ, ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ ও  কুমিল্লা বিমান বন্দর পুনরায় চালু করার দাবীতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস এর কাছে প্রেরণের জন্য সকাল ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে স্মারক লিপি প্রদান করা হয় এবং বিকেল ৪ টায়- সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লার উদ্যোগে কুমিল্লা টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় জেলা প্রশাসক এর কাছ স্মারক লিপি প্রদানে উপস্থিত ছিলেন -সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম, সচেতন রাজনৈতিক ফোরাম সমন্বয়ক শেখ আবদুল মান্নান, জহিরুল হক দুলাল-সাবেক সভাপতি কুমিল্লা প্রেস ক্লাব, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, শেখ ফরিদ আহমেদ সভাপতি উদীচী শিল্পী গোষ্ঠী কুমিল্লা,  মো: আবুল কাসেম সভাপতি সংস্কৃতিক সংসদ ,মো: আলী কিসমত- সভাপতি কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি, ,বীর মুক্তি যোদ্ধা মো: ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল বাসার,আবু বকর সিদ্দিক ভূইয়া -সিনিয়র উপদেষ্টা কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি, খায়রুল আনাম রায়হান -চারণসাংস্কৃতিক কেন্দ্র , শাহানা হক-স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন কেন্দ্র, ,জেসমিন জেসি-বঙ্গীয় সাহিত্য সেবা পরিষদ, শাহানা রহমান-বিকশিত নারী নেটওয়ার্ক ,সাদিয়া রহমান-বাশপুর তৃনমুল নারী উন্নয়ন সংস্থা প্রমূখ।
বিকেল ৪ টায় টাউন হলের সামনে মানব বন্ধনে সভাপতিত্ব করেন -সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম, পরিচালনা করেন - সচেতন রাজনৈতিক ফোরাম সমন্বয়ক শেখ আবদুল মান্নান বক্তব্য রাখেন -মো: আবদুর রাজ্জাক প্রধান সমন্বয়ক বাসদ কুমিল্লা জেলা, শিক্ষাবিদ বিকাশ দেব, ঐক্য ন্যাপ এর সাধারন সম্পাদক বশির আহমেদ। উদীচী সভাপতি শেখ ফরিদ আহমেদ, এড মাহবুবুর রহমান সভাপতি উষসী পরিষদ কুমিল্লা, মো: আবুল কাসেম সভাপতি সংস্কৃতিক সংসদ ,মো: আলী কিসমত- সভাপতি কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি, জসীম উদ্দিন আহমেদ -সাংস্কৃতিক সংগঠক,বীর মুক্তি যোদ্ধা মো: ফরিদ উদ্দিন, আবু বকর সিদ্দিক ভূইয়া -সিনিয়র উপদেষ্টা কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি,অধ্যাপক মো: রুহুল আমীন মজুমদার ,খন্দকার হুমায়ুন কবির,  খায়রুল আনাম রায়হান -সংগঠক চারণ সাংস্কৃতিক কেন্দ্র, মো: আজাদ সরকার লিটন -সভাপতি নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশন, সাবেক ছাত্র নেতা বোরহান উদ্দিন ভূইয়া, যুব ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জোনায়েদ রায়হান, ভিক্টোরিয়া কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল খান,আনম মাসুম বিল্লাহ, কচিকাচা মেলা সংগঠক মেহেদী হাসান, ছাত্র ফ্রন্টের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মানবাধিকারের আবদুল হান্নান, এড. রাসেল রাফি, সৈয়দ সোহেল, ফখরুল ইসলাম, মো: সোহেল,নারী নেত্রী সেলিনা বেগম, সেলিম খান, চাদপুের ব্যবসায়ী মাহাবুব মজুমদার, যুব নেতা বোরহান, সালেহা সালু,গৌরী দে, ইন্জিনিয়ার মোর্শেদ আলম, মোহাম্মদ সোহেল,সরকার ফারুক, খন্দকার হুমায়ুন প্রমূখ।
বক্তারা এই অন্তর্র্বতী সরকারকে সময়েই কুমিল্লা নামে বিভাগ, ঢাকা কুমিল্লা সরাসরি রেলপথ ও বিমান বন্দর চালুর দাবি জানান। বক্তারা বলেন দীর্ঘ দিন যাবৎ এই কুমিল্লা বঞ্চিত। শিক্ষা, সংস্কৃতি, বিশ্ববিদ্যালয়, প্রবাসী আয়, ইপিজেড সহ প্রথম ব্যাংকের শহর কুমিল্লা। আগের চেয়ে বর্তমানে জনসংখ্যা ও পরিধি বেড়েছে। সব কিছু মিলিয়ে দেশের পূর্ব দক্ষিনাঞ্চলের বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রান কেন্দ্র কুমিল্লা । এক সময়ে ভারত বর্ষের ত্রিপুরার রাজধানী ছিল এই কুমিল্লা। এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবী কুমিল্লার নামে বিভাগ, ঢাকা- কুমিল্লা সরাসরি রেলপথ এবং বিমান বন্দর পুনরায় চালু করা। নানা রাজনৈতিক মেরুকরণ ও বিগত সরকার গুলোর উদাসীনতার কারনে আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি। ইতিমধ্যে বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগ ঘোষণা হলেও কুমিল্লা হয় নাই।" সচেতন রাজনৈতিক ফোরাম", কুমিল্লা', ২০২২ সালে কুমিল্লার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন সহ বুদ্ধিজীবি সমন্বয়ে গঠিত হওয়ার পর থেকে কুমিল্লার সমসাময়িক দাবী আদায় সহ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সাথে সোচ্চার থেকে কর্মসূচী অব্যাহত আছে। আমরা চাই বর্তমান অন্তর্র্বতী সরকারের আমলে এই দাবী সমূহ বাস্তবায়ন করে এই জনপদের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্খা করলে তা সরাসরি জনগনের প্রাপ্তি হিসাবে গণ্য হবে। মানব বন্ধনে নানা শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।















সর্বশেষ সংবাদ
সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা
কুমিল্লায় নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া
সড়কে ঝরলো তিন প্রাণ
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা-দোয়া মাহফিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোমতী নদীর ভাঙ্গনে বিলীন ফসলী জমি বাড়ীঘর
শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে
কুমিল্লার নামে বিভাগ, রেলপথ ও বিমান বন্দর চালুর দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন
অপপ্রচারের প্রতিবাদে ভিপি আবদুল্লাহর সংবাদ সম্মেলন
জামায়াত ও ইসলামী আন্দোলনের একসঙ্গে কাজ করার ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২