বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫
১০ মাঘ ১৪৩১
দাউদকান্দিতে
সড়কে ঝরলো তিন প্রাণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১:১৯ এএম আপডেট: ২৩.০১.২০২৫ ১:৪২ এএম |


সড়কে ঝরলো তিন প্রাণনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী সহ তিন জনের মৃত্য হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিপুর এলাকায় অটোরিকশা চাপায় প্রাণ হারায় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১০ বছর বয়সী শাকিলা আক্তার। অপর এক দুর্ঘটনায়  বিকালে দাউদকান্দি মেঘনা গোমতী সেতুর উপর লরিচাপায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী আরিফ ও সৈকত নামে দুই যুবক। 
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল আনুমানিক ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা- গোমতী সেতুর উপর মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায় দুই বন্ধু। 
নিহতরা হলেন- দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে আরিফ উদ্দিন (১৮) এবং পৌরসদরের সবজিকান্দি চৌধুরী বাড়ির শহিদ উল্লাহর ছেলে ইতালি প্রবাসী সৈকত সরকার (১৮)। ঢাকাগামী লড়ির সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, মেঘনা গোমতী সেতুর উপর লরির সাথে ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুইজনেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
এর আগে সকালে সকালে উপজেলার হরিপুর এলাকায় স্কুলে যাবার সময় দ্রুতগামী সিএনজি অটো রিক্সার ধাক্কায় গুরুতর আহত হয় হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শাকিলা। 
আহত শাকিলাকে স্থানীয় লোকজন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে অবস্থার অবনতি হলে শাকিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাবিলা উদ্দিন বলেন, শাকিলার মাথা-মুখমণ্ডলসহ পুরো শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।















সর্বশেষ সংবাদ
সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা
কুমিল্লায় নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া
সড়কে ঝরলো তিন প্রাণ
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
কুমিল্লায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা-দোয়া মাহফিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোমতী নদীর ভাঙ্গনে বিলীন ফসলী জমি বাড়ীঘর
শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে
বিয়ে করতে আর কর দিতে হবে না
জামায়াত ও ইসলামী আন্দোলনের একসঙ্গে কাজ করার ঘোষণা
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করবে পুলিশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২