বার্ড এবং শিসউক এর যৌথ উদ্যোগে "Promoting Agroecology with Community Enterprise Approach" শীর্ষক প্রায়োগিক গবেষণার কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্য রাখছেন বার্ডের মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আবদুল্লাহ আল মামুন, পরিচালক (প্রশিক্ষণ), বার্ড এবং স্বাগত বক্তব্য রাখেন জনাব রঞ্জন কুমার গুহ, পরিচালক (প্রকল্প), বার্ড। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাকিউল মিল্লাত মোর্শেদ, নির্বাহী পরিচালক, শিসউক। কর্মশালা পরিচালক ও কর্মশালা সমন্বয়কের দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব মোঃ আবু তালেব, যুগ্মপরিচালক এবং জনাব মোঃ সালেহ আহমেদ, সহকারী পরিচালক, বার্ড।