মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রি কলেজ মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি কাতারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জসিম উদ্দিন। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলাই পারে ছাত্র ও যুবসমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে। আজকের যুবসমাজ হলো ভবিষ্যত বাংলাদেশের রুপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্দোমী করে গড়ে তুলতে হবে এবং এই ছাত্র ও যুবসমাজকে মোবাইল আষক্তি থেকে দূরে রাখতেও তাদেরকে খেলাধুলায় উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। তিনি আরো বলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম খেলাধুলার উন্নয়নসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। সকলকে সাথে নিয়ে সমাজ থেকে মাদক, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি দূর করে একটি ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অবদান রাখতে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম বদ্ধপরিকর।
এসময়ে তিনি অত্র অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নসহ ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে এলাকার সকল শ্রেণি-পেশার লোকজনকে এগিয়ে আসার আহবান জানান।